দ্বিতীয় ম্যাচের জাল টিকিট জব্দ

বাংলাদেশ-ইংল্যান্ড ম্যাচের জাল টিকিট।
বাংলাদেশ-ইংল্যান্ড ম্যাচের জাল টিকিট।ছবি : সংগৃহীত

বাংলাদেশ-ইংল্যান্ড টি-টোয়েন্টি সিরিজের জাল টিকিট পাওয়া গেছে৷ প্রথম ম্যাচ জিতে সিরিজে এগিয়ে বাংলাদেশ। দ্বিতীয় ম্যাচে তাই দর্শকের উপচে পড়া ভিড় দেখা দিয়েছে৷ এরই মধ্যে একটি চক্র টিকিট জাল করে মাঠে প্রবেশের চেষ্টা করছে।

আজ রোববার মিরপুর শেরেবাংলা স্টেডিয়ামের গেটে জাল টিকিট জব্দ করা হয়। তবে যার কাছ থেকে টিকিটটি পাওয়া গেছে, তাকে আটক করা যায়নি। দ্রুতই পালিয়ে যায় সে। নিরাপত্তাকর্মীদের সঙ্গে আলাপ করে জানা যায়, একটি টিকিট জব্দ করা গেলেও ওই ব্যক্তিকে আটক করা যায়নি।

এমন কিছু ঘটতে পারে ভেবেই আগেই সতর্ক ছিল নিরাপত্তাকর্মীরা। ফলে তাদের ফাঁকি দিয়ে প্রবেশ করতে পারেনি জাল টিকিটধারী দর্শকরা, এমনটাই জানিয়েছেন নিরাপত্তার দায়িত্বে থাকা একজন৷

এ সম্পর্কিত খবর

No stories found.
logo
kalbela.com