টি-টোয়েন্টির পর ওয়ানডেতেও হৃদয়ের অভিষেক

তৌহিদ হৃদয়।
তৌহিদ হৃদয়।ছবি: সংগৃহীত

গেল বিপিএলে রানার্সআপ দল সিলেট স্ট্রাইকার্সের হয়ে ব্যাট হাতে আলো ছড়িয়েছিলেন তৌহিদ হৃদয়। তার পুরস্কার তিনি পেয়েছিলেন ইংল্যান্ডের বিরুদ্ধে টি-টোয়েন্টি সিরিজে। প্রথমবারের মতো এই সংস্করণে বাংলাদেশের জার্সিতে অভিষেক হয় তার।

এবার আয়ারল্যান্ডের বিরুদ্ধে সিলেটে প্রথম ওয়ানডে ম্যাচে হয়ে গেল হৃদয়ের অভিষেকও। এই সংস্করণে বাংলাদেশের ১৪০তম খেলোয়াড় তিনি। হৃদয়কে ‍ওয়ানডে ক্যাপ পরিয়ে দেন অভিজ্ঞ ক্রিকেটার মুশফিকুর রহিম।

ইংল্যান্ডের বিরুদ্ধে টি-টোয়েন্টি সিরিজের প্রথম ম্যাচে ২৪ রানের দারুণ ইনিংস খেলেছিলেন তৌহিদ হৃদয়। দ্বিতীয় ম্যাচে করেন ১৭ রান। তৃতীয় ম্যাচে অবশ্য ব্যাট করার সুযোগ পাননি।

তৌহিদকে ক্যাপ পড়িয়ে দিচ্ছেন মুশফিক।
তৌহিদকে ক্যাপ পড়িয়ে দিচ্ছেন মুশফিক।ছবি: সংগৃহীত

আয়ারল্যান্ডের বিরুদ্ধে একাদশে ফিরেছেন তাসকিন আহমেদ, ইয়াসির আলী চৌধুরী ও নাসুম আহমেদ। ম্যাচের আগের দিন অনুশীলনে ফুটবল খেলার সময় পাওয়া চোটে একাদশ থেকে ছিটকে গেছেন মেহেদী হাসান মিরাজ।

এ সম্পর্কিত খবর

No stories found.
logo
kalbela.com