ভক্তকে ক্যাপ দিয়ে সাকিবের আঘাত

ভক্তদের ভিড়ে সাকিব আল হাসান।
ভক্তদের ভিড়ে সাকিব আল হাসান।ছবি : সংগৃহীত

ইংল্যান্ডের বিপক্ষে প্রথম টি-টোয়েন্টিতে জয়ের পর পর রাতে একটি ফ্যাশন ফ্ল্যাগশিপের উদ্বোধন করতে যান সাকিব আল হাসান। এর আগে ফেসবুকে ভিডিও বার্তায় সেখানে যাওয়ার কথা আগেই জানিয়েছিলেন তিনি। ফলে তাকে একনজর দেখতে ভিড় করেন হাজারো ভক্ত।

বিপত্তিটা বাধে সেখানেই। সামাজিক যোগাযোগমাধ্যমে একটি ভিডিও ভাইরাল হয়। এতে দেখা যায়, স্বাভাবিকভাবে সাকিবকে কাছে পেয়ে ভিড় জমান ভক্ত-সমর্থকরা। এদের মধ্য থেকে একজন সাকিবের মাথার ক্যাপ টেনে নেওয়ার চেষ্টা করেন।

এ ঘটনার পর মেজাজ হারান তিনি। মাথার ক্যাপ দিয়েই সেই ভক্তকে অনবরত আঘাত করতে থাকেন সাকিব। এরপর গাড়িতে উঠে দ্রুত সেই স্থান ত্যাগ করতে দেখা যায় বাংলাদেশের টেস্ট ও টি-টোয়েন্টি দলের অধিনায়ককে।

বিশ্বচ্যাম্পিয়ন ইংল্যান্ডের বিপক্ষে স্মরণীয় জয়ের পর পুরো টিম যখন বিশ্রামে, সাকিব তখন ছোটেন ব্র্যান্ডের শোরুম উদ্বোধনে। সেখানে গিয়ে জন্ম দিলেন অনাকাঙ্ক্ষিত ঘটনার।

ভক্তদের ভিড়ে সাকিব আল হাসান।
সতীর্থদের ভয়ডরহীন মনোভাবে খুশি সাকিব

ভক্ত-সমর্থকদের সঙ্গে সাকিবের সম্পর্কটা কখনোই মধুর ছিল না। এর আগেও বেশ কয়েকবার এমন বিতর্কিত ঘটনার জন্ম দেন দেশের ক্রিকেটের পোস্টারবয়। তবে ভক্ত-সমর্থকদের আরও সংবেদনশীল হওয়া উচিত বলে মনে করেন ক্রিকেট বিশ্লেষকরা।

ভক্তদের ভিড়ে সাকিব আল হাসান।
সাকিব যখন নতুন ভূমিকায়

এ সম্পর্কিত খবর

No stories found.
logo
kalbela.com