
দ্বিতীয় টি টোয়েন্টি ম্যাচে মিরপুরে রোববার ইংল্যান্ডের মুখোমুখি হয়েছে বাংলাদেশ। টস হেরে আগে ব্যাট করতে নেমে ১১৭ রানে গুটিয়ে গেছে ইংল্যান্ড। জবাবে ব্যাট করতে নেমে তৃতীয় ওভারে প্রথম উইকেট হারিয়েছে বাংলাদেশ। ১৫ ওভারে বাংলাদেশের রান তিন উইকেটে ৯৫। জয়ের জন্য ৩০ বলে দরকার মাত্র ২৩ রান।
প্রথম ম্যাচের মতো এই ম্যাচেও ব্যাট হাতে ওপেন করতে আসেন লিটন দাস ও রনি তালুকদার। প্রথম দুটি ওভার নির্বিঘ্নে কাটিয়ে দেন দুজন। তৃতীয় ওভারে কুরানের বলে ছক্কা হাঁকাতে গিয়ে বাউন্ডারি লাইনে ফিল সল্টের হাতে ধরা পড়েন লিটন। ৯ বলে এক চারে ৯ রান করে ফেরেন বাংলাদেশ ওপেনার।
ষষ্ঠ ওভারে বাংলাদেশ হারায় দ্বিতীয় উইকেট। জফরা আর্চারের বলে মঈনের হাতে ক্যাচ দিয়ে সাজঘরে ফেরেন ওপেনার রনি তালুকদার। ১৪ বলে এক চারে ৯ রান করেন তিনি। ৫.৩ ওভারে ২ উইকেটে বাংলাদেশের রান ২৮।
দলীয় ৫৬ রানের মাথায় তৃতীয় উইকেট হারায় বাংলাদেশ। অভিষিক্ত রেহানের বলে ওকসের হাতে ক্যাচ দেন তৌহিদ হৃদয়। ১৮ বলে দুই চারে ১৭ রান করেন তিনি।
এর আগে ব্যাট করতে নেমে বাংলাদেশের বোলারদের সামনে সুবিধা করতে পারেনি ইংল্যান্ডের ব্যাটাররা। সর্বোচ্চ ২৮ রান করেন বেন ডাকেট। ওপেনার ফিল সল্ট ২৫, মঈন আলী ১৫, কুরান ১২, রেহান ১১ রান করেন। বাকিরা ছুঁতে পারেননি দুই অঙ্কের রান। বল হাতে বাংলাদেশের হয়ে ১২ রানে সর্বোচ্চ চার উইকেট নেন মেহেদী হাসান মিরাজ।
প্রথম ম্যাচে চট্টগ্রামে বাংলাদেশ জিতেছিল ৬ উইকেটে। আজকের ম্যাচটি জিততে পারলে প্রথমবারের মতো ইংলিশদের বিরুদ্ধে সিরিজ জয়ের কৃতিত্ব দেখাবে সাকিবরা।