
অবশেষে উইকেটের দেখা পেল বাংলাদেশ। ওপেনার ফিল সল্টকে ফিরিয়ে ৯০ রানের জুটি ভাঙেন নাসুম আহমেদ। ৩৫ বলে ৩৮ রান করে উইকেটের পেছনে লিটন দাসের হাতে ধরা পড়েন সল্ট। এরপর সাকিব আল হাসান ফেরান ডেভিড মালানকে (৪)।
এর আগে তিন ম্যাচ সিরিজের প্রথম টি-টোয়েন্টিতে বাংলাদেশের বিপক্ষে টস হেরে ব্যাট করছে ইংল্যান্ড। পাওয়ার প্লেতে কোনো উইকেট হারায়নি ইংলিশরা। যদিও নাসুম আহমেদের ইংনিসের ষষ্ঠ ওভারে দুই ক্যাচ হাত ছাড়া করেন বাংলাদেশের ফিল্ডাররা।
ফিল্ট সল্ট ফিরতি ক্যাচ দিয়েছিলেন নাসুমকে। কিন্তু তিনি তা ধরতে পারেননি। আর চতুর্থ বলে উড়িয়ে মারতে গিয়ে সোজা আকাশে বল তুলে দিয়েছিলেন জস বাটলার। কিন্তু ইংলিশ অধিনায়কের ক্যাচটি লুফে নিতে ব্যর্থ হন বাংলাদেশ অধিনায়ক সাকিব আল হাসান।
এ ম্যাচে অভিষেক হয়েছে তৌহিদ হৃদয়ের। এ ছাড়া একাদশে ফিরেছেন আট বছর পর জাতীয় দলে ডাক পাওয়া রনি তালুকদার। এ ছাড়া ফিরেছেন শামীম হোসেনও। সাকিব ছাড়া পাঁচ বিশেষজ্ঞ বোলার নিয়ে একাদশ সাজিয়েছে বাংলাদেশ। বাড়তি স্পিনার হিসেবে খেলছেন নাসুম আহমেদ। আর তাসকিন আহমেদ ও মুস্তাফিজুর রহমানের সঙ্গে তৃতীয় পেসার হিসেবে আছেন হাসান মাহমুদ।
দুই দলের একাদশ
বাংলাদেশ
রনি তালুকদার, লিটন কুমার দাস (উইকেটকিপার), নাজমুল হোসেন শান্ত, সাকিব আল হাসান (অধিনায়ক), তৌহিদ হৃদয়, আফিফ হোসেন, শামীম হোসেন, মেহেদী হাসান মিরাজ, তাসকিন আহমেদ, নাসুম আহমেদ এবং মুস্তাফিজুর রহমান।
ইংল্যান্ড
ফিল সল্ট, জস বাটলার (অধিনায়ক ও উইকেটকিপার), ডেভিড মালান, বেন ডাকেট, মঈন আলি, স্যাম কুরান, ক্রিস ওকস, ক্রিস জর্ডান, আদিল রশিদ, জোফরা আর্চার এবং মার্ক উড।