
স্বপ্নের মতো ওয়ানডে ক্যারিয়ার শুরু হলো তৌহিদ হৃদয়ের। পাঁচ নম্বরে ব্যাট করতে নেমে প্রথমে সামাল দেন বিপর্যয়। সাকিব আল হাসানের সঙ্গে গড়েন বড় জুটি। তবে সাকিবের পর সেঞ্চুরিবঞ্চিত হয়েছেন তিনি।
অভিষেকে ৮৫ বলে ৯২ রানের ইনিংসে হয়েছেন ম্যাচসেরা। দলও পেয়েছে রেকর্ড ১৮৩ রানের বিশাল জয়। তাই খুশি হলেও খুব কাছে গিয়ে সেঞ্চুরি মিস করায় কষ্টও পেয়েছেন তিনি।
ম্যাচসেরার জয়ের পর হৃদয় বলেছেন, ‘কিছুটা কষ্ট পেয়েছি (সেঞ্চুরি মিস করায়)। তবে আমি খুশি। শুরুটা আমার জন্য খুব ভালো হলো। সাকিবের সঙ্গে ব্যাটিং উপভোগ করেছি, তিনি আমাকে উৎসাহ দিচ্ছিলেন। কিছুটা আত্মবিশ্বাসীও ছিলাম। কেবল পরিকল্পনা কাজে লাগানোর চেষ্টা করেছি সেটা কাজে দিয়েছে।’