অধিনায়কের মায়ের মৃত্যুতে অজিদের শ্রদ্ধা

প্যাট কামিন্স।
প্যাট কামিন্স।ছবি : সংগৃহীত

ক্যানসারে আক্রান্ত হয়ে মারা গেছেন অস্ট্রেলিয়া ক্রিকেট দলের অধিনায়ক প্যাট কামিন্সের মা মারিয়া। তার প্রতি শ্রদ্ধা জানাতে ভারতের বিপক্ষে আহমেদাবাদের দ্বিতীয় দিনে কালো বাহুবন্ধনী পরে মাঠে নেমেছেন অজিরা।

গত মাসে দিল্লিতে বর্ডার-গাভাস্কার সিরিজের দ্বিতীয় টেস্টে হারের পর পর অস্ট্রেলিয়া যান কামিন্স। মূলত অসুস্থ মায়ের পাশে থাকতে এই সিদ্ধান্ত নেন অজি অধিনায়ক। কামিন্স দেশে ফেরার তিন সপ্তাহ পর সিডনিতে মারা যান মারিয়া। গুরুত্বপূর্ণ আহমেদাবাদ টেস্টের দ্বিতীয় দিনে অস্ট্রেলিয়ান ক্রিকেটারদের কামিন্সের মায়ের মৃত্যুর কথা জানানো হয়।

ক্যামরন গ্রিনের কালে বাহুবন্ধনী ঠিক করে দিচ্ছেন আম্পায়ার।
ক্যামরন গ্রিনের কালে বাহুবন্ধনী ঠিক করে দিচ্ছেন আম্পায়ার।ছবি : সংগৃহীত

অধিনায়কের মায়ের মৃত্যুতে শোকবার্তা দিয়েছে ক্রিকেট অস্ট্রেলিয়া। এক বিবৃতিতে সংস্থাটি জানায়, ‘রাতে মারিয়া কামিন্স’-এর মৃত্যুতে আমরা গভীরভাবে শোকাহত। ক্রিকেট অস্ট্রেলিয়ার পক্ষ থেকে আমরা প্যাট কামিন্সের পরিবার ও তাদের বন্ধুদের প্রতি আন্তরিক সমবেদনা জানাই।’

এ ছাড়া শোক প্রকাশ করেছে ভারতীয় ক্রিকেট বোর্ড (বিসিসিআই)। সামাজিক যোগাযোগমাধ্যম টুইটারে এক পোস্টে সংস্থাটি লেখে, ‘ভারতীয় ক্রিকেটের পক্ষ থেকে প্যাট কামিন্সের মায়ের মৃত্যুতে শোক প্রকাশ করছি। এই কঠিন সময়ে প্যাট কামিন্স ও তার পরিবারের পাশে আমাদের প্রার্থনা রয়েছে।’

প্যাট কামিন্স।
দিল্লি টেস্ট হেরে দেশে ফিরলেন কামিন্স

এদিকে অস্ট্রেলিয়ান ক্রিকেটার্স অ্যাসোসিয়েশনের পক্ষ থেকে শোকবার্তায় জানানো হয়, ‘মারিয়া কামিন্সের মৃত্যুতে আমরা শোকাহত। প্যাট, আপনার ও আপনার পরিবার এবং তাদের বন্ধুদের পাশে আমরা রয়েছি।’

বর্ডার-গাভাস্কার সিরিজের শেষ দুই টেস্টে প্যাট কামিন্সের অনুপস্থিতিতে অধিনায়কত্ব করেছেন স্টিভেন স্মিথ।

প্যাট কামিন্স।
অজি বধ

এ সম্পর্কিত খবর

No stories found.
logo
kalbela.com