
২০১৬ সালে কেপ টাউনে টেস্ট ক্যারিয়ারের প্রথম সেঞ্চুরি পেয়েছিলেন। এরপর কেটে গেছে অনেকদিন। তিন অঙ্কের দেখা পাচ্ছিলেন না কিছুতেই। অবশেষে প্রোটিয়াদের অধিনায়ক হিসেবে টেস্টে দ্বিতীয় সেঞ্চুরির দেখা পেলে টেম্বা বাভুমা। তার অপরাজিত সেঞ্চুরির সুবাদে জোহানেসবার্গ টেস্টে ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে চালকের আসনে দক্ষিণ আফ্রিকা।
প্রথম ইনিংসে মারক্রামের সেঞ্চুরিতে ৩২০ রান করে দক্ষিণ আফ্রিকা। জবাবে হোল্ডার দৃঢ়তায় ২৫১ রান করে ওয়েস্ট ইন্ডিজ। দ্বিতীয় ইনিংসে ৪ উইকেটে ৬৯ রানের নড়বড়ে অবস্থান থেকে শুক্রবার তৃতীয় দিন শেষে দক্ষিণ আফ্রিকার রান ৭ উইকেটে ২৮৭। ৩৫৬ রানে এগিয়ে বাভুমারা।
সিরিজের প্রথম টেস্টে নেতৃত্বের অভিষেকে দুই ইনিংসেই শূন্য রানে আউট হওয়ার পর এবার বাভুমা অপরাজিত আছেন ১৭১ রানে। তার ২৭৫ বলের ইনিংসে চার ২০টি।
বিনা উইকেটে ৪ রান নিয়ে শুক্রবার তৃতীয় দিনের ব্যাটিং শুরু করে প্রথম ঘণ্টায় ৩ উইকেট হারিয়ে চাপে পড়ে যায় দক্ষিণ আফ্রিকা। রিকেলটনকে নিয়ে প্রতিরোধের চেষ্টা করেন বাভুমা। লাঞ্চ বিরতির আগে রিকেলটনকে বিদায় করে দেন রেমন রিফার। টিকতে পারেননি হেনরিখও। ১০৩ রানেই ৫ উইকেট হারায় দক্ষিণ আফ্রিকা।
এরপর বাভুমা চালিয়ে যান লড়াই। তাকে দারুণ সঙ্গ দেন ভিয়ান মুল্ডার। ষষ্ঠ উইকেটে দুজনে গড়েন ১০৩ রানের জুটি। আলজারি জোসেফকে চার হাকিয়ে বাভুমা সেঞ্চুরি পূর্ণ করেন ১৯২ বলে। ৭১ বলে ৪২ রান করা মুল্ডারকে শর্ট বলে ফিরিয়ে জুটি ভাঙেন জোসেফ।
বাভুমা এরপর ৭১ রানের জুটি গড়েন সাইমন হার্মারের সঙ্গে। দিনের শেষ দিকে ১৯ রান করে বিদায় নেন হার্মার। বাভুমার সঙ্গে ৩ রানে অপরাজিত আছেন কেশব মহারাজ।