কামরানকে রমিজ রাজার আইনি নোটিশ

রমিজ রাজা (বাঁয়ে) ও কামরান আকমল।
রমিজ রাজা (বাঁয়ে) ও কামরান আকমল।ছবি : সংগৃহীত

টি-টোয়েন্টি বিশ্বকাপে পাকিস্তান দলের পারফরম্যান্স নিয়ে থামছে না আলোচনা। সাবেক ক্রিকেটারদের সঙ্গে দ্বন্দ্বে জড়িয়ে পড়ছে পাকিস্তান ক্রিকেট বোর্ড। গণমাধ্যমে মানহানি ও আপত্তিকর মন্তব্য করার অভিযোগ এনে সাবেক উইকেটকিপার কামরান আকমলকে আইনি নোটিশ পাঠিয়েছেন পিসিবির চেয়্যারম্যান রমিজ রাজা।

নিজেদের প্রথম ম্যাচে ভারতের কাছে হেরে টি-টোয়েন্টি বিশ্বকাপে মিশন শুরু করে পাকিস্তান। পরে জিম্বাবুয়ের কাছে হেরে কঠিন করে ফেলে সেমিতে যাওয়ার পথ। এতে দলের ক্রিকেটার, নির্বাচক, টিম ম্যানেজমেন্ট ও বোর্ড চেয়ারম্যান রমিজ রাজার সমালোচনায় মুখর ছিলেন বেশ কয়েকজন সাবেক ক্রিকেটার।

ফাইনালে ইংল্যান্ডের কাছে হারের পরও গণমাধ্যম এবং নিজেদের ইউটিউব চ্যানেলে নানা মন্তব্য করেন বেশ কয়েকজন সাবেক ক্রিকেটার। পিসিবির চেয়ারম্যান রমিজ রাজাকে নিয়ে আপত্তিকর মন্তব্য করেন সাবেক উইকেটকিপার-ব্যাটার কামরান আকমল। তার সেই মন্তব্যের ফলে কামরান আকমলকে আইনি নোটিশ পাঠিয়েছেন রমিজ রাজা।

পাকিস্তানের গণমাধ্যমকে পিসিবির একটি সূত্র জানিয়েছে, ‘কামরানের বিরুদ্ধে তারা ঠিক কী অভিযোগ করেছে, তা আমি জানি না। তবে স্পষ্টতই আইনি নোটিশ পাঠানো হয়েছে। কারণ চেয়ারম্যান মনে করেন, কামরান তার সম্পর্কে মিডিয়াতে মানহানিকর, মিথ্যা এবং আপত্তিকর মন্তব্য করেছেন।’

এ সম্পর্কিত খবর

No stories found.
logo
kalbela.com