টস জিতে ব্যাটিংয়ে অজিরা, গ্যালারিতে দুই প্রধানমন্ত্রী

আহমেদাবাদে টেস্ট শুরুর আগে স্টেডিয়ামে উপস্থিত হন দুই দেশের প্রধানমন্ত্রী
আহমেদাবাদে টেস্ট শুরুর আগে স্টেডিয়ামে উপস্থিত হন দুই দেশের প্রধানমন্ত্রীছবি : সংগৃহীত

বর্ডার-গাভাস্কার সিরিজের অস্ট্রেলিয়ার বিপক্ষে ২-১ ব্যবধানে এগিয়ে আছে ভারত। আহমেদাবাদে শুরু হলো দুই দেশের চতুর্থ ও শেষ টেস্ট। সিরিজে সমতায় ফেরার লক্ষ্যে টস জিতে ব্যাট করছে অজিরা।

আহমেদাবাদে নরেন্দ্র মোদি স্টেডিয়ামে ম্যাচ উপভোগ করছেন ভারত ও অস্ট্রেলিয়ার প্রধানমন্ত্রী। ম্যাচ শুরু আগে দুই দলের ক্রিকেটারদের শুভেচ্ছা জানান ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ও অস্ট্রেলিয়ার প্রধানমন্ত্রী অ্যান্থনি অ্যালবানেজ। ক্রিকেটারদের সঙ্গে দাঁড়িয়ে জাতীয় সংগীত গাইলেন দুই প্রধানমন্ত্রী।

ক্রিকেটারদের সঙ্গে মাঠে দাঁড়িয়ে জাতীয় সংগীত  গাইলেন দুই দেশের প্রধানমন্ত্রী।
ক্রিকেটারদের সঙ্গে মাঠে দাঁড়িয়ে জাতীয় সংগীত গাইলেন দুই দেশের প্রধানমন্ত্রী।ছবি : সংগৃহীত

আগের তিন টেস্টে পিচ নিয়ে বিতর্ক হলেও আহমেদাবাদ টেস্টের উইকেট দেখে খুশি দুই দলের অধিনায়ক। টসের পর তাদের মনোভাব ব্যক্ত করেন রোহিত শর্মা ও স্টিভেন স্মিথ। এ ম্যাচে ভারতীয় দলে একটি পরিবর্তন এসেছে। মোহাম্মদ সিরাজের পরিবর্তে প্রথম একাদশে জায়গা পেয়েছেন মোহাম্মদ শামি।

এ সম্পর্কিত খবর

No stories found.
logo
kalbela.com