
বাংলাদেশ দল যখন ঘরের মাঠে সিরিজ খেলতে ব্যস্ত, তখন ঢাকায় পা রাখবে আয়ারল্যান্ড। এক টেস্টের সঙ্গে তিনটি করে ওয়ানডে ও টি-টোয়েন্টি ম্যাচ খেলবে আইরিশরা। এ জন্য আগামী ১২ কিংবা ১৩ মার্চ বাংলাদেশে আসার কথা বালবার্নিদের।
এক প্রতিবেদনে এমনটাই জানিয়েছে ক্রিকেটবিষয়ক ওয়েবসাইট ক্রিকবাজ। দেশের তিন ভেন্যুতে হবে বাংলাদেশ-আয়ারল্যান্ড সিরিজ। সিলেট আন্তর্জাতিক স্টেডিয়ামে হবে সিরিজের তিন ওয়ানডে। সম্ভাব্য সূচিতে বলা হয়েছে, আগামী ১৮, ২০ ও ২৩ মার্চ অনুষ্ঠিত হতে পারে ওয়ানডে সিরিজ।
আন্তর্জাতিক ম্যাচ আয়োজনের জন্য সিলেট প্রস্তুত বলে জানিয়েছেন বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) উইমেন্স উইংয়ের চেয়ারম্যান শফিউল আলম চৌধুরী নাদেল। তিনি বলেন, ‘হ্যাঁ, ওয়ানডে সিরিজ দিয়ে আয়ারল্যান্ডের সফর শুরু হবে, যা সিলেটে খেলা হবে। এটার জন্য আমরা পুরোপুরি প্রস্তুত।’
সিলেটে ওয়ানডে শেষ করে বাংলাদেশ ও আয়ারল্যান্ড দলের ক্রিকেটাররা চলে যাবেন চট্টগ্রামে। সাগরিকার জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে হতে পারে দুই দলের টি-টোয়েন্টি সিরিজ। সম্ভাব্য সূচি ধরা হয়েছে ২৬, ২৬ ও ৩০ মার্চ।
ঢাকায় সিরিজের একমাত্র টেস্ট খেলে বাংলাদেশ ছাড়বে আইরিশরা। ৪ এপ্রিল মিরপুরের শেরেবাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে এই টেস্ট। এবারই প্রথম আইরিশদের বিপক্ষে টেস্ট খেলবেন টাইগাররা।
প্রথম - ১৮ মার্চ, সিলেট
দ্বিতীয় - ২০ মার্চ, সিলেট
তৃতীয় - ২৩ মার্চ, সিলেট
প্রথম - ২৬ মার্চ, চট্টগ্রাম
দ্বিতীয় - ২৮ মার্চ, চট্টগ্রাম
তৃতীয় - ৩০ মার্চ, চট্টগ্রাম
একমাত্র টেস্ট ৪-৮ এপ্রিল, মিরপুর