টস হেরে ব্যাটিংয়ে বাংলাদেশ, তানভীরের অভিষেক

তানভীর ইসলাম।
তানভীর ইসলাম।ছবি: সংগৃহীত

টস জেতা যেন ভুলে গিয়েছিলেন ইংল্যান্ড অধিনায়ক জস বাটলার। অবশেষে দশম ম্যাচে এসে টস জিতলেন তিনি। বাংলাদেশের বিরুদ্ধে তৃতীয় ও শেষ টি-টোয়েন্টি ম্যাচে টস জিতে বাংলাদেশকে ব্যাটিংয়ের আমন্ত্রণ জানিয়েছেন ইংলিশ অধিনায়ক। মিরপুরে ম্যাচ শুরু হবে বিকেল ৩টায়।

বাংলাদেশ স্কোয়াডে দুটি পরিবর্তন। দলে ফিরেছেন শামীম পাটোয়ারী। বাদ পড়েছেন আফিফ হোসেন। এই ম্যাচে অভিষেক হচ্ছে বাঁহাতি স্পিনার তানভীর ইসলামের। গেল বিপিএলে চ্যাম্পিয়ন কুমিল্লা ভিক্টোরিয়ান্সের হয়ে দুর্দান্ত পারফরম্যান্সের পুরস্কার পেলেন তিনি।

প্রথম ম্যাচে চট্টগ্রামে চমক দেখায় বাংলাদেশ। দাপটের সঙ্গে ম্যাচ জেতে ৬ উইকেটে। মিরপুরে দ্বিতীয় ম্যাচে ইংলিশদের ৪ উইকেটে হারান সাকিবরা। আজকের ম্যাচটি ইংল্যান্ডের জন্য হোয়াইটওয়াশ এড়ানোর মিশন। সাকিবরা জিততে পারলে তো হয়ে যাবে ইতিহাস। যাদের বিরুদ্ধে সিরিজ জয়ের রেকর্ডই হলো দ্বিতীয় ম্যাচে, সেখানে হোয়াইটওয়াশ হবে নতুন কীর্তি।

বাংলাদেশ দল: লিটন দাস, রনি তালুকদার, নাজমুল হোসেন শান্ত, তৌহিদ হৃদয়, সাকিব আল হাসান (অধিনায়ক), মেহেদী হাসান মিরাজ, শামীম পাটোয়ারী, তাসকিন আহমেদ, মোস্তাফিজুর রহমান, তানভির ইসলাম ও হাসান মাহমুদ।

এ সম্পর্কিত খবর

No stories found.
logo
kalbela.com