
আহমেদাবাদ টেস্টের দ্বিতীয় দিন শেষে ভালো অবস্থানে রয়েছে অস্ট্রেলিয়া। উসমান খাজা ও ক্যামেরন গ্রিনের সেঞ্চুরিতে প্রথম ইনিংসে ৪৮০ রানের বড় সংগ্রহ সফরকারীদের। জবাবে ভারত প্রথম ইনিংসে ব্যাট করতে নেমে দিন শেষ করেছে বিনা উইকেটে ৩৬ রান করে।
অস্ট্রেলিয়ার ইনিংসে উসমান খাজা আক্ষেপে পুড়েছেন টেস্ট ক্যারিয়ারে প্রথম ডাবল সেঞ্চুরি না পাওয়ায়। প্রথম দিন সেঞ্চুরি করা খাজা আজ সাবলিলভাবে ছাড়িয়ে যান দেড়শ। শেষ পর্যন্ত তাকে থামতে হয় ব্যক্তিগত ১৮০ রানে। টেস্টে খাজার সর্বোচ্চ ব্যক্তিগত ইনিংস ১৯৫*।
খাজার আক্ষেপের দিনে টেস্ট ক্যারিয়ারের প্রথম সেঞ্চুরি পেয়েছেন ক্যামেরন গ্রিন। আগের ১৮ টেস্টের ক্যারিয়ারে তার সর্বোচ্চ ইনিংস ছিল ৮৪ রানের। এবার প্রথম শতকের পর সাজঘরে ফেরেন ব্যক্তিগত ১১৪ রানে। অশ্বিনের বলে বিদায় নেওয়ার আগে ১৭০ বলের ইনিংসে তিনি হাঁকান ১৮টি চার।
আগের দিন ১০৪ রানে অপরাজিত থাকা খাজা হাঁটছিলেন দ্বিশতকের দিকে। কিন্তু পারেননি। প্যাটেলের বলে এলবিডব্লিউ হন তিনি। ৪২২ বলের দীর্ঘ ইনিংস শেষে তার রান ১৮০। নেই কোনো ছক্কা। হাঁকিয়েছেন ২১টি চার।
প্রথম দিন শেষে অস্ট্রেলিয়ার রান ছিল ৪ উইকেটে ২৫৫। ক্যামেরন গ্রিন ছিলেন ৪৯ রানে অপরাজিত। ফিফটি করার পর প্রথম সেঞ্চুরিটাও তিনি পেয়ে যান জাদেজাকে বাউন্ডারি হাঁকিয়ে।
আলেক্স ক্যারি (০) ও মিচেল স্টার্ক (৬) টিকতে পারেননি বেশিক্ষণ। দুজনই অশ্বিনের শিকার। টেল এন্ডারদের মধ্যে নাথান লিওন ও টডমারফি দারুণ করেছেন। ৯৬ বলে ৩৪ রান করেন লিওন। ৬১ বলে ৪১ রান করেন মারফি। দুজনই অশ্বিনের বলে আউট।
বল হাতে ভারতের হয়ে উজ্জ্বল রবীচন্দ্রন অশ্বিন। ৯১ রানে তিনি তুলে নেন ৬ উইকেট। মোহাম্মদ শামি দুটি, রবিন্দ্র জাদেজা ও অক্ষর প্যাটেল একটি করে উইকেট নেন।