
নিয়মরক্ষার ম্যাচে চট্টগ্রাম চ্যালেঞ্জার্সকে হারিয়েছে কুমিল্লা ভিক্টোরিয়ান্স। পাকিস্তানের মোহাম্মদ রিজওয়ান ও বাংলাদেশের মোসাদ্দেক হোসেন সৈকতের ব্যাটে ৬ উইকেটে জেতে ইমরুল কায়েসের দল।
বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) প্লেঅফের ৪ দল আগের দিনই নিশ্চিত হয়েছে। ফলে আজ শনিবার মিরপুরের মাঠে নামার আগে কুমিল্লা ভিক্টোরিয়ান্স ও চট্টগ্রাম চ্যালেঞ্জার্সের মধ্যকার ম্যাচটি ছিল শুধুই নিয়মরক্ষার। কিন্তু সেই ম্যাচেও ৬ উইকেটের জয় তুলে নেয় দলটি।
এদিন কুমিল্লার জয়ের লক্ষ্য ছিল ১৫৭ রানের। ওপেনার সৈকত আলি (১০ বলে ১৫), ইমরুল কায়েস (১১ বলে ১৬) আর জনসন চার্লস (১২ বলে ৯) সেট হয়েও ইনিংস বড় করতে পারেননি। ফলে ৫৭ রানে ৩ উইকেট হারিয়ে চাপে পড়েছিল কুমিল্লা।
সেখান থেকে মোহাম্মদ রিজওয়ান আর মোসাদ্দেক হোসেনের ৪৭ বলে ৭৬ রানের জুটিতে ম্যাচ অনেকটাই হাতে নিয়ে আসে কুমিল্লা। দলীয় ১৩৩ রানের ক্যাচ হন রিজওয়ান। পাকিস্তানি এই ব্যাটার ৪৯ বলে ৬ চার আর ২ ছক্কায় করেন ৬৬ রান।
এরপরের কাজটুকু করেন মোসাদ্দেক আর জাকের আলি। মোসাদ্দেক ২৭ বলে ৩ চার আর এক ছক্কায় ৩৭ আর জাকের আলি ৭ বলে ১০ রানে অপরাজিত থাকেন।