
এক বছর হাজারের উপরে রান। দুই সেঞ্চুরির সঙ্গে নয় ফিফটি। ৬৮টি ছক্কা। স্ট্রাইক রেট প্রায় দুইশ। টি টোয়েন্টিতে গত বছরটা দুর্দান্তই কেটেছে ভারতের সূর্যকুমার যাদবের। তার স্বীকৃতি আইসিসিও দিল বুধবার।
বর্ষসেরা টি টোয়েন্টি ক্রিকেটারের পুরস্কার জিতেছেন সূর্যকুমার যাদব। সেরা নারী টি-টোয়েন্টি ক্রিকেটারের পুরস্কার জিতেছেন অস্ট্রেলিয়ান অলরাউন্ডার তাহলিয়া ম্যাকগ্রা।
সূর্যকুমারের সঙ্গে বর্ষসেরার লড়াইয়ে ছিলেন পাকিস্তানের কিপার-ব্যাটার মোহাম্মদ রিজওয়ান, ইংল্যান্ডের অলরাউন্ডার স্যাম কারান ও জিম্বাবুয়ের অলরাউন্ডার সিকান্দার রাজা। সবাইকে টপকে জেতেন সূর্যকুমার।
১৮৭.৪৩ স্ট্রাইক রেটে গত বছর টি টোয়েন্টিতে সূর্যকুমারের মোট রান ১ হাজার ১৬৪। এক বছরে হাঁকিয়েছেন সর্বোচ্চ ৬৮ ছক্কা। দুই সেঞ্চুরির সঙ্গে করেছেন ৯ ফিফটি। নজর কাড়া ইনিংসগুলোর মধ্যে ছিল ইংল্যান্ডের বিপক্ষে নটিংহ্যামে ৫৫ ১১৭ রানের বিধ্বংসী ইনিংস।