
দিল্লি টেস্টের প্রথম দিন শেষে ভারত ও অস্ট্রেলিয়া বলা চলে সমানে সমান। তবে তিন উইকেট নিয়ে এই টেস্টে দারুণ কীর্তি গড়েছেন ভারতের অলরাউন্ডার রবীন্দ্র জাদেজা।
টেস্ট ক্রিকেটে এখন ২৫০০ রান ও ২৫০ উইকেট জাদেজার। এই মাইলফলক জাদেজা ছুঁয়েছেন ৬২ টেস্টে, যা দ্বিতীয় দ্রুততম। ৫৫ টেস্টে এমন মাইলফলক ছুঁয়ে দ্রুততম অবস্থানে রয়েছে ইয়ান বোথাম। ইংলিশ এই অলরাউন্ডারকে ছাড়িয়ে যেতে না পারলেও জাদেজা পেছনে ফেলেছেন ইমরান খান, কপিল দেব ও রিচার্ড হ্যাডলিদের।
এই মাইলফলক স্পর্শ করতে পাকিস্তানের সাবেক অধিনায়ক ইমরান খানের লেগেছিল ৬৪ ম্যাচ। ভারতের বিশ্বকাপ জয়ী অধিনায়ক কপিল দেবের লেগেছিল ৬৫ ম্যাচে। ৭০ ম্যাচ লেগেচিল নিউজিল্যান্ডের হ্যাডলির।
দ্বিতীয় টেস্টের প্রথম দিনে শুক্রবার টস জিতে আগে ব্যাট করতে নেমে অস্ট্রেলিয়া অল আউট হয় ২৬৩ রানে। জবাবে ভারত ব্যাট করতে নেমে দিন শেষ করেছে বিনা উইকেটে ২১ রান করে।
অস্ট্রেলিয়ার হয়ে দুজন পেয়েছেন ফিফটির দেখা। ১২৫ বলে সর্বোচ্চ ৮১ রান করেন ওপেনার উসমান খাজা। ১৪২ বলে ৭২ রানে অপরাজিত থাকেন পিটার হ্যান্ডসকম্ব।
ডেভিড ওয়ার্নার ১৫, মার্নাশ লাবুশানে ১৮, ট্রাভেস হেড ১২, অধিনায়ক প্যাট কামিন্স ৩৩ রানে থাকেন অপরাজিত। বল হাতে ভারতের হয়ে সর্বোচ্চ ৪ উইকেট নেন পেসার মোহাম্মদ শামি। দুই স্পিনার জাদেজা ও অশ্বিন নেন তিনটি করে উইকেট।
ভারতের হয়ে ব্যাট করতে নেমে রোহিত শর্মা (১৩) ও লোকেশ রাহুল (৪) আছেন অপরাজিত। প্রথম টেস্টে নাগপুরে ভারত জিতেছিল ইনিংস ও ১৩২ রানে। তিন ম্যাচ টেস্ট সিরিজে ভারত এগিয়ে ১-০ ব্যবধানে।