রমিজ রাজা।
রমিজ রাজা।ছবি : সংগৃহীত

রমিজ-পিসিবির পাল্টাপাল্টি বক্তব্য

ফ্র্যাঞ্চাইজিভিত্তিক ক্রিকেট টুর্নামেন্টে পাকিস্তান সুপার লিগের (পিএসএল) অষ্টম আসর শুরু হবে আগামী ১৩ ফেব্রুয়ারি। ঘর গুছিয়ে এরই মধ্যে প্রস্তুতি শুরু করেছে দলগুলো। আর নিজেদের প্রস্তুতি দ্রুত সারছে পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি)। আগামী সপ্তাহে ঘোষণা করা হবে ধারাভাষ্য প্যানেল।

এখানে বেধেছে বিপত্তি। পিসিবির বিরুদ্ধে আবারও অভিযোগ তুলেছেন পাকিস্তানের সাবেক ক্রিকেটার রমিজ রাজা। সদ্য বিদায়ী সভাপতির দাবি পিএসএলে ধারাভাষ্য দিতে তাকে ক্ষমা চাইতে বলেছে পিসিবি। যদিও বিষয়টি অস্বীকার করেছে পাকিস্তান ক্রিকেটের নিয়ন্ত্রক সংস্থা।

নিজের ইউটিউব চ্যানেলে এক প্রশ্নোত্তর পর্বে রমিজ রাজা বলেন, ‘তারা চায় আমি আগে তাদের কাছে ক্ষমা চাই, এরপর ধারাভাষ্য দেওয়ার জন্য একটি আবেদন করি। ক্ষমা চাওয়ার পর তারা বিষয়টি ভেবে দেখবে।’

এরপর ভক্তদের উদ্দেশে তিনি একটি প্রশ্ন রাখেন, ‘আপনারা কী মনে করেন যে আমার এটা করা উচিত?’

রমিজ রাজা।
বরখাস্ত রমিজ রাজা, ফিরছেন নাজাম শেঠি

তবে অস্বীকার করে রমিজ রাজার এই অভিযোগের জবাব দিয়েছে পিসিবি। আসছে পিএসএলের নতুন আসরে ধারাভাষ্য দেওয়ার ক্ষেত্রে রমিজ রাজার কোনো বাধা নেই বলে জানিয়েছেন পিসিবির এক প্রতিনিধি। এর ব্যাখ্যায় সেই প্রতিনিধি বলেন, ‘ধারাভাষ্য দেওয়ার ক্ষেত্রে রমিজ রাজার কোনো বাধা নেই। অন্তত পিসিবির দিক থেকে কোনো বাধা তো নেই। তিনি যেখানে যখনই চান, ধারাভাষ্য দিতে পারেন। পিসিবি কোনো কিছুর জন্যই তাকে ক্ষমাও চাইতে বলা হয়নি। এর আগে সংবাদ সম্মেলনেও পিসিবি সভাপতি নাজাম শেঠি ও ম্যানেজমেন্ট কমিটি এর ব্যাখ্যা করেছে।’

রমিজ রাজা।
আইপিএল নিয়ে ভারতকে রমিজ রাজার খোঁচা

Related Stories

No stories found.
logo
kalbela.com