ক্রিকেটে অনলাইন কোচিং প্রথা আনছে পাকিস্তান!

বিশ্বের প্রথম অনলাইন কোচ মিকি আর্থার।
বিশ্বের প্রথম অনলাইন কোচ মিকি আর্থার।ছবি : সংগৃহীত

গত কয়েক বছরে পাকিস্তানের অন্যতম সফল কোচ ছিলেন মিকি আর্থার। কিন্তু রমিজ রাজা পিসিবির সভাপতি হলে জাতীয় দলের কোচের পদ থেকে অব্যাহতি দেওয়া হয় তাকে। নাজাম শেঠি দায়িত্ব নেওয়ার পর আবারও ফিরিয়ে আনা হচ্ছে তাকে। কিন্তু কোচ হিসেবে সরাসরি মাঠে নয়, অনলাইনে বাবর-রিজওয়ানদের কোচিং করাবেন তিনি।

পাকিস্তান ক্রিকেট বোর্ডের একটি সূত্র বলছে, আর্থারের সঙ্গে কথাবার্তা প্রায় চূড়ান্ত। দ্রুত জাতীয় দলের কোচের দায়িত্ব নেবেন তিনি। কিন্তু বর্তমানে কাউন্টি দল ডার্বিশায়ারের কোচের দায়িত্ব পালন করছেন আর্থার। সেই চুক্তি থাকায় এখনই পাকিস্তানে যাওয়া তার পক্ষে সম্ভব নয়। এ জন্য অনলাইনে পাকিস্তান দলকে কোচিং করাবেন তিনি।

তবে অক্টোবর-নভেম্বর মাসে ভারতে ওয়ানডে বিশ্বকাপের আগে পাকিস্তান দলের সঙ্গে যোগ দেওয়ার কথা তার। এত দিন একজন সহকারী কোচের অধীনে মাঠে অনুশীলন করবেন বাবর আজমরা।

মিকি আর্থারকে পুনরায় নিয়োগ দেওয়ার কথা আগে জানিয়ে ছিলেন পিসিবির সভাপতি নাজাম শেঠি।

আমি পরিষ্কার করে বলতে চাই, আর্থারের সঙ্গে আমাদের ৯০ শতাংশ কথাবার্তা হয়ে গিয়েছে। আর্থার দায়িত্ব নিলে ও নিজের মতো দল তৈরি করবে। সেখানে বোর্ড হস্তক্ষেপ করবে না। আমরা খালি ওর বেতন নিয়ে চিন্তা করব। আশা করছি, দু-তিন দিনের মধ্যে সব পরিষ্কার হয়ে যাবে।

নাজাম শেঠি, সভাপতি, পিসিবি

বিশ্বের প্রথম অনলাইন কোচ মিকি আর্থার।
বরখাস্ত রমিজ রাজা, ফিরছেন নাজাম শেঠি

এর আগে ২০১৬ সালে পাকিস্তানের কোচের দায়িত্ব নিয়েছিলেন আর্থার। তার অধীনে ২০১৭ সালে ফাইনালে ভারতকে হারিয়ে চ্যাম্পিয়ন্স ট্রফির শিরোপা জেতে পাকিস্তান।

২০১৬ সালে পাকিস্তানের কোচ হয়েছিলেন আর্থার। তার নেতৃত্বেই ২০১৭ সালে ভারতকে হারিয়ে চ্যাম্পিয়ন্স ট্রফি জিতেছিল পাকিস্তান। ২০১৯ সালে তাকে অব্যাহতি দেওয়া হয়। এখন দেখার বিষয়, অনলাইন কোচ কবে পাকিস্তানের দায়িত্ব নেন।

বিশ্বের প্রথম অনলাইন কোচ মিকি আর্থার।
ইমরান-রমিজে তছনছ ক্রিকেট : নাজাম শেঠি

এ সম্পর্কিত খবর

No stories found.
logo
kalbela.com