
জোহানেসবার্গ টেস্টে লিড নিয়েছে দক্ষিণ আফ্রিকা। বৃহস্পতিবার দ্বিতীয় দিন শেষে ৭৩ রানে এগিয়ে স্বাগতিকরা। প্রথম ইনিংসে দক্ষিণ আফ্রিকা ৩২০ রানে অল আউট। জবাবে প্রথম ইনিংসে ওয়েস্ট ইন্ডিজ অল আউট হয় ২৫১ রানে। সতীর্থদের যাওয়া আসার মিছিলেন ব্যতিক্রম ছিলেন জেসন হোল্ডার। ৮১ রানে তিনি থাকেন অপরাজিত।
প্রথম দিন শেষে সাত উইকেটে ৩১১ রান ছিল দক্ষিণ আফ্রিকার। দ্বিতীয় দিনের সকালে মাত্র ৯ রান যোগ করতেই অল আউট দলটি। জবাবে ব্যাট করতে নেমে শুরু থেকেই নড়বড়ে ছিল ক্যারিবীয়রা। ৫১ রানে হারায় চার উইকেট।
৬ উইকেটে ১১৬ আর ৮ উইকেটে ১৬২ রানের বাজে অবস্থান থেকে ওয়েস্ট ইন্ডিজের আড়াইশ ছাড়ানো সংগ্রহের কৃতিত্ব হোল্ডারের। আট নম্বরে নেমে ১১৭ বলে ৮ চার ও ৪ ছক্কায় ৮১ রানের অপরাজিত ইনিংস খেলেন তিনি। শেষ উইকেটে গুডাকেশ মোটির সঙ্গে গড়েন ইনিংস সর্বোচ্চ ৫৮ রানের জুটি।
কাইল মায়ার্স ২৯, রোস্টন চেজ ২৮, জশুয়া ডি সিলভা ২৬ রান করেন। বল হাতে প্রোটিয়াদের হয়ে গেরাল্ড তিনটি, রাবাদা ও হার্মার দুটি, মাল্ডার ও মাহারাজ নেন একটি করে উইকেট। শেষ বেলায় দ্বিতীয় ইনিংসের ব্যাটিংয়ে নেমে ৩ ওভারে কোনো বিপদ হতে দেননি দক্ষিণ আফ্রিকার দুই ওপেনার এইডেন মারক্রাম ও ডিন এলগার।