টি-টোয়েন্টি বিশ্বকাপে গ্রুপ পর্বের বেশ কয়েকটি ম্যাচ বৃষ্টিতে ভেসে গেছে। বেশ কয়েকটি ম্যাচ শেষ করতে হয় ওভার কমিয়ে। আবার কয়েকটি ম্যাচ শুরু করা যায়নি সঠিক সময়ে। এমনকি পেছাতে হয় টসের সময়ও।
গ্রুপ পর্ব শেষে এখন সুপার এইটের লড়াইয়ের অপেক্ষায় দলগুলো। সেরা আটের লড়াই শুরুর আগে ওয়েস্ট ইন্ডিজের আবহাওয়া নিয়ে চিন্তিত ইন্টারন্যাশনাল ক্রিকেট কাউন্সিল (আইসিসি)।
দীর্ঘদিন ধরে ম্যাচের দিন আবহাওয়া কেমন হবে তা নিয়ে পর্যালোচনা করছেন সংস্থাটির কর্তারা। বৃষ্টির কারণে বিশ্বকাপে বেশ কয়েকটি ম্যাচ ভেসে যাওয়ায় বিশেষজ্ঞ থেকে সাধারণ ক্রিকেটপ্রেমী সবাই বিরক্ত। তবে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হচ্ছে বিশ্বকাপের সম্প্রচারকারী প্রতিষ্ঠান।
সুপার এইটে আমেরিকায় আর কোনো ম্যাচ নেই। সবগুলো ম্যাচ হবে ওয়েস্ট ইন্ডিজের বার্বাডোজ, সেন্ট লুসিয়া, সেন্ট ভিনসেন্ট এবং অ্যান্টিগায়। এই চার ভেন্যুর আবহাওয়া পূর্বাভাসের দিকে নজর রাখছেন আইসিসির কর্তারা।
একই সঙ্গে যতটা সম্ভব, মাঠগুলোকে সুরক্ষিত রাখার ব্যবস্থা করা হচ্ছে। সুপার এইটের ৩টি ম্যাচসহ বার্বাডোজে হবে ফাইনাল।
২০ জুন আফগানিস্তান-ভারত ম্যাচের দিন বৃষ্টির সম্ভাবনা নেই। তবে বাকি ৩টি ম্যাচের দিনেই বৃষ্টির হওয়ার পূর্বাভাস রয়েছে। ২২ জুন মুখোমুখি হবে বিশ্বকাপের দুই আয়োজক আমেরিকা ও ওয়েস্ট ইন্ডিজ। সেদিন বৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে ৪০ শতাংশ।
২৪ জুন ইংল্যান্ড-আমেরিকার ম্যাচের দিন বৃষ্টি হওয়ার সম্ভাবনা ৪৬ শতাংশ। ২৯ জুনের ফাইনালে হতে পারে বৃষ্টি।
সুপার এইটের ৩টি ম্যাচ হওয়ার কথা সেন্ট লুসিয়ায়। ২৪ জুন সেখানে অনুষ্ঠিত হবে ভারত-অস্ট্রেলিয়ার মহারণ। ওই ম্যাচের দিন বৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে। আবহাওয়াবিদদের দাবি বৃষ্টিতে ভেসে যেতে পারে পুরো ম্যাচ।
কিংস টাউনের সেন্ট ভিনসেন্টে হবে সুপার এইটের দুটি ম্যাচ। এই দুটি ম্যাচ নিয়ে বেশি চিন্তিত আইসিসির কর্তারা। ২৩ জুন আফগানিস্তান-অস্ট্রেলিয়ার ম্যাচের দিন বৃষ্টি হওয়ার সম্ভাবনা প্রবল। ২৫ জুন বাংলাদেশ-আফগানিস্তানের ম্যাচের দিন বৃষ্টির সম্ভাবনাও উড়িয়ে দিচ্ছেন না আবহাওয়াবিদরা।
সুপার এইটের ৪টি ম্যাচ রয়েছে অ্যান্টিগুয়ায়। ১৯ জুন আমেরিকা-দক্ষিণ আফ্রিকা, ২১ জুন বাংলাদেশ-অস্ট্রেলিয়া, ২২ জুন বাংলাদেশ-ভারত এবং ২৪ জুন হবে দক্ষিণ আফ্রিকা-ওয়েস্ট ইন্ডিজের ম্যাচ।
এই ভেন্যুতে চার দিনেই হালকা বৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে। তবে ম্যাচ ভেসে যাওয়ার মত বৃষ্টি হবে না বলে আশ্বস্ত করেছেন আবহাওয়াবিদরা।
মন্তব্য করুন