কিংসটাউনে টি-টোয়েন্টি বিশ্বকাপে গ্রুপপর্বের শেষ ম্যাচে নেপালের বিপক্ষে টস হেরে ব্যাটিংটা ভালো হয়নি বাংলাদেশের। বিশ্ব আসরে আইসিসির সহযোগী দেশের বিরুদ্ধে সর্বনিম্ন স্কোর ১০৬ রানে অল আউট হয় টাইগাররা।
ছোট্ট এই পুঁজিকে যথেষ্ট বানিয়ে ফেলেন বোলাররা। আলাদাভাবে বলতে হবে তানজিম হাসান সাকিবের কথা। আগ্রাসণ, গতি আর দুর্দান্ত সুইংয়ে বাংলাদেশের জয়ে সামনে থেকে নেতৃত্ব দেন ডানহাতি এই পেসার। ক্যারিয়ার সেরা বোলিংয়ে জিতেছেন ম্যাচ সেরার পুরস্কার।
মাত্র ৭ রানে নেন ৪ উইকেট। পেছনে ফেলে চলতি বিশ্বকাপে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে করা ১৮ রানে ৩ উইকেটের বোলিং ফিগারকে।
Four wickets for Tanzim! He has wreaked havoc today and rightly earns the Player of the Match accolade! #BCB #Cricket #BANvNEP #T20WorldCup pic.twitter.com/DvgUBtzo2I— Bangladesh Cricket (@BCBtigers) June 17, 2024
ম্যাচ সেরা হয়ে তানজিম বলেন, ‘আমরা (বোলাররা) শুধু বিষয়গুলো সহজ রাখতে চেয়েছিলাম। আমরা ভালো জায়গায় বল করতে চেয়েছিলাম এবং আতঙ্কিত হতে চাইনি। আমরা জানতাম, আমরা এই স্কোর ডিপেন্ড করতে পারব। সবাই ভালো বল করেছে।’
তানজিম ছাড়াও বল হাতে দুর্দান্ত ছিলেন মোস্তাফিজুর রহমান, সাকিব আল হাসান ও তাসকিন আহমেদ। ব্যাটাররা ব্যর্থ হলেও বোলাররা এখন পর্যন্ত টি-টোয়েন্টি বিশ্বকাপে জীবিত রেখেছে বাংলাদেশকে।
তবে আত্মতৃপ্তিতে ভুগতে চাইছেন না তানজিম। যদিও এমন পারফরম্যান্সের জন্য সবাইকেই কৃতিত্ব দেন তিনি। বলেন, ‘বোলিং ইউনিট হিসেবে আমরা ভালো বোলিং করেছি এবং সে কারণেই আমরা এই স্কোর ডিপেন্ড করেছি। আমি কেবল আক্রমণাত্মক হতে চাই এবং আমার পরিকল্পনাগুলো কার্যকর করতে চাই। এ ব্যাপারে আমাকে সবাই সাহায্য করেছে।’
সুপার এইটে জায়গা পাওয়া নিয়ে তানজিম বলেন, ‘সুপার এইট নিয়ে আমরা সত্যিই উচ্ছ্বসিত। আমরা খুব আত্মবিশ্বাসী এবং আশা করি আমরা ভালো করতে পারবো।’
৪ ওভারে ৭ রান দিয়ে শিকার করেন ৪ উইকেট। ডানহাতি এই পেসারের এটি ক্যারিয়ার সেরা বোলিং। টি-টোয়েন্টি বিশ্বকাপে এটি বাংলাদেশের দ্বিতীয় সেরা বোলিং। প্রথম বাংলাদেশি হিসেবে এক ইনিংসে দুই মেডেন নেওয়ার রেকর্ডও গড়েন তানজিম সাকিব।
পরে বাংলাদেশ নেপালকে ২১ রানে হারিয়ে সুপার এইটে জায়গা করে নেয়। সেখানে বাংলাদেশের জন্য অপেক্ষা করছে অস্ট্রেলিয়া, ভারত ও আফগানিস্তান।
সুপার এইটে বাংলাদেশের প্রথম ম্যাচে ২১ জুন প্রতিপক্ষ অস্ট্রেলিয়া। পরদিনেই টাইগাররা লড়বে ভারতের বিপক্ষে। ২৫ জুন আফগানিস্তানের বিপক্ষে খেলবে টাইগাররা।
মন্তব্য করুন