
চট্টগ্রামে প্রথম ম্যাচে একাদশে ছিলেন না মেহেদী হাসান মিরাজ। ইংল্যান্ড দলে বাঁহাতি ব্যাটারদের কথা মাথায় রেখে মিরপুরে দ্বিতীয় টি-টোয়েন্টিতে ডানহাতি এই অফস্পিনারকে একাদশে ফেরায় টিম ম্যানেজম্যান্ট। সেই আস্থার প্রতিদান দিয়েছেন মিরাজ। তার ক্যারিয়ার সেরা বোলিংয়ে ১১৭ রানে অলআউট হয় ইংল্যান্ড। ৪ ওভার বল করে মাত্র ১২ রানে শিকার করেন ৪ ইংলিশ ব্যাটারকে।
ইংল্যান্ডের অধিনায়ক জস বাটলার ফেরার পর মঈন আলির সঙ্গে যোগ দেন বেড ডাকেট। দুই বাঁহাতি ব্যাটারের বিপক্ষে মিরাজকে আনতে দেরি করেননি বাংলাদেশের অধিনায়ক সাকিব আল হাসান। আর আঘাত করতেও সময় নেননি মিরাজ। লেগ সাইডে সীমানার কাছে দুজন ফিল্ডার থাকলেও স্লগ সুইপ খেলেন মঈন। ডিপ মিড উইকেটে সহজ ক্যাচ লুফে নেন দ্বাদশ ফিল্ডার শামীম হোসেন।
এরপর দুই বলের ব্যবধানে দুই উইকেট শিকার করেন মিরাজ। স্যাম কুরানের পর স্টাম্পড হন ক্রিস ওকসও। ডানহাতি এই স্পিনারের সর্বশেষ শিকার ক্রিস জর্ডান। তুলে মারতে গিয়ে মিড উইকেটে ধরা পড়েন ডানহাতি এই ইংলিশ অলরাউন্ডার।
৪ ওভারে মাত্র ১২ রান দিয়ে ৪ উইকেট নেন মিরাজ। টি-টোয়েন্টি ক্যারিয়ারের এটি এই অলরাউন্ডারের সেরা বোলিং। টি-টোয়েন্টিতে বাংলাদেশের এর চেয়ে ভালো বোলিং ফিগার আছে আর ৯টি। এর আগে মিরাজের সেরা বোলিং ছিল সংযুক্ত আরব আমিরাতের বিপক্ষে ১৭ রানে ৩ উইকেট।