রবিবার, ২৪ নভেম্বর ২০২৪, ৯ অগ্রহায়ণ ১৪৩১
স্পোর্টস ডেস্ক
প্রকাশ : ১৬ এপ্রিল ২০২৪, ১২:৫০ পিএম
আপডেট : ১৬ এপ্রিল ২০২৪, ০১:৪৬ পিএম
অনলাইন সংস্করণ

বাদ না বিরতি, কী কারণে আইপিএল ছাড়লেন ম্যাক্সওয়েল?

গ্লেন ম্যাক্সওয়েল। ছবি : সংগৃহীত
গ্লেন ম্যাক্সওয়েল। ছবি : সংগৃহীত

এবারের আইপিএল শুরুর আগে যে কয়জন খেলোয়াড়ের দিকে সবার নজর ছিল তাদের একজন অস্ট্রেলিয়ার হার্ড হিটার ব্যাটার গ্লেন ম্যাক্সওয়েল। গত বছরের ওয়ানডে বিশ্বকাপে তার বিধ্বংসী ব্যাটিং বেঙ্গালুরুর সমর্থকদের আশা দেখাচ্ছিল ভালো কিছু করার। তবে আইপিএল শুরু হতেই দেখা গেলো ভিন্ন চিত্র।

এবারের আইপিএলে এখন পর্যন্ত চূড়ান্ত ভাবে ব্যর্থ খেলোয়াড়দের তালিকা করা হলে সবার উপরেই থাকবে ম্যাক্সওয়েলের নাম। আইপিএলের এবারের আসরে প্রথম থেকেই নিজেকে হারিয়ে খুঁজছেন এই অস্ট্রেলিয়ান অলরাউন্ডার। ব্যর্থতার বৃত্তে থাকা ম্যাক্সওয়েল নিজে থেকেই আইপিএল থেকে অনির্দিষ্টকালের জন্য বিরতিতে যাওয়ার সিদ্ধান্ত নিয়েছেন।

আইপিএলের চলতি আসরে ৬ ম্যাচ খেলে মাত্র ম্যাক্সওয়েলের রান মাত্র ২৮। যেখানে তার স্ট্রাইক রেট ৯৪.১২। বিশ্বমানের এই ক্রিকেটারের আইপিএলে এমন বাজে পারফর্মান্সে হতবাক সবাই। ম্যাক্সওয়েল নিজেও তা মেনে নিতে পারেননি। তাই নিজে থেকেই সোমবার (১৫ এপ্রিল) বেঙ্গালুরুর হায়দ্রাবাদের বিপক্ষের ম্যাচ খেলতে চাননি এই অজি তারকা।

তবে শুধু হায়দরাবাদ নয় অনির্দিষ্টকালের জন্য আইপিএল থেকে বিরতি নিয়েছেন ‘বিগ শো’ ম্যাক্সওয়েল। আবার কবে বেঙ্গালুরুর জার্সি গায়ে জড়াবেন সে বিষয়েও কিছু জানাননি তিনি। সোমবার হায়দ্রাবাদের বিপক্ষে হারের পর এই সিদ্ধান্ত নেন ম্যাক্সওয়েল।

তিনি তার এই সিদ্ধান্ত সম্পর্কে বলেন, ‘ব্যক্তিগতভাবে আমার জন্য এটি বেশ সহজ সিদ্ধান্ত ছিল। আমি শেষ ম্যাচের পর ফাফ (ডু প্লেসি) এবং কোচের কাছে গিয়ে বলেছি যে, আমি মনে করি দলের জন্য অন্য কাউকে দিয়ে খেলানোর সময় এসেছে। আগেও আমি এই পরিস্থিতিতে পড়েছিলাম। আমি যদি এখন খেলা চালিয়ে যাই তাহলে আরও গভীর গর্তে পড়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে। আমি মনে করি, এখন আমার জন্য একটি ভালো সময় নিজেকে কিছুটা মানসিক এবং শারীরিক বিরতি দেয়ার, শরীর ঠিকঠাক করার।’

ম্যাক্সওয়েল আরও বলেন, ‘যদি আমাকে টুর্নামেন্ট চলাকালীন সময় আবার ফিরে আসতে হয়, আমি আশা করি- সত্যিই ভালো মানসিকতা এবং শারীরিকভাবে ফিট হয়ে ফিরে আসতে পারবো। দলের জন্য ভালো প্রভাবও রাখতে পারবো।’

মাত্র এক জয়ে ২ পয়েন্ট নিয়ে বর্তমানে পয়েন্ট টেবিলের তলানিতে অবস্থান বেঙ্গালুরুর। প্লে–অফ পর্বের আশা বাঁচিয়ে রাখতে লিগ পর্বের বাকি ৭ ম্যাচে জয় ছাড়া অন্য কিছু ভাবা চলবে না বিরাট কোহলির দলের।

আগামী রোববার (২১ এপ্রিল) ইডেন গার্ডেনে কলকাতার বিপক্ষে মাঠে নামবে বেঙ্গালুরু।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

২৪ চেতনায় সবাইকে জাগ্রত হতে হবে : শামীম

পাওনা টাকা নিয়ে ঝগড়া, ভাতিজাকে খুন করে গ্রেপ্তার চাচা

আর পি সাহা বিশ্ববিদ্যালয়ে জিপিএ-৫ প্রাপ্ত শিক্ষার্থীদের সংবর্ধনা

মাছের প্রজননে সময় না দিয়ে মানুষ দায়িত্বহীনতার পরিচয় দিচ্ছে : মৎস্য উপদেষ্টা

আজিজুল হক কলেজে কনসার্ট চলাকালে ছুরিকাঘাতে যুবক খুন

বঙ্গবাজারে অগ্নিকাণ্ডের ঘটনায় তাপসসহ ৩০ জনের নামে মামলা

কিছু মানুষের ব্রেইন সিটিস্ক্যান করে দেখার ইচ্ছা, কীভাবে এত ক্রিমিনাল হতে পারে?

কিশোরগঞ্জ-৫ আসনে তৃণমূলের আস্থা হুদাতে

১ হাজারে দৈনিক সুদ ১০০ টাকা!

বাংলাদেশ সফরে আসতে পারেন ব্রিটেনের রাজা

১০

‘ড্রেসিংয়ে গেলে বলতেন আন্দোলনে গেছিলা ক্যান’

১১

৩১ দফা বাস্তবায়নে বিএনপি প্রতিজ্ঞাবদ্ধ : যুবদল সম্পাদক

১২

শহীদ শাকিলের কবরে ছাত্র ফেডারেশনের শ্রদ্ধা নিবেদন

১৩

দুই দিনের ব্যবধানে সোনার দাম বৃদ্ধি, ভরি কত?

১৪

সাগরে লুঘচাপের মধ্যেই বৃষ্টি নিয়ে বড় দুঃসংবাদ   

১৫

আ.লীগের ধ্বংসস্তূপ থেকে ঘুরে দাঁড়াবে বাংলাদেশ : রাশেদ প্রধান

১৬

সাতছড়ি উদ্যান দখল করে প্রভাবশালীদের লেবু চাষ

১৭

ব্রাহ্মণবাড়িয়ায় কমিটি নিয়ে বৈষম্যবিরোধী ছাত্রদের সংঘর্ষ

১৮

এবার মারা গেলেন পরীমণির প্রথম সিনেমার পরিচালক

১৯

বিএনপিতে অনুপ্রবেশকারীর ঠাঁই হবে না : আমিনুল হক 

২০
X