
গত ডিসেম্বরেও পেয়েছিলেন এ পুরস্কার। মাঝে এক মাসের বিরতি। এবার আইসিসির ফেব্রুয়ারি মাসের সেরা ক্রিকেটারের পুরস্কারও পেয়েছেন ইংল্যান্ডের হ্যারি ব্রুক। ফেব্রুয়ারির সেরা নারী ক্রিকেটার নির্বাচিত হয়েছেন অস্ট্রেলিয়ার অলরাউন্ডার অ্যাশলি গার্ডনার।
মাস সেরা ক্রিকেটারের লড়াইয়ে হ্যারি ব্রুক পেছনে ফেলেন ভারতের রবীন্দ্র জাদেজা ও ওয়েস্ট ইন্ডিজের গুদাকেশ মোটিকে। ফেব্রুয়ারিতে নিউজিল্যান্ডের বিরুদ্ধে দুই টেস্টের সিরিজে দুর্দান্ত পারফর্ম করেন হ্যারি ব্রুক।
মাউন্ট মঙ্গানুইয়েতে গোলাপি টেস্টে দুই ইনিংসেই ফিফটি করেন ব্রুক। ২৬৭ রানের জয়ের ম্যাচে সেরাও তিনি। দ্বিতীয় টেস্টে ওয়েলিংটনে ব্রুক ছিলেন আরও বিধ্বংসী। ১ রানের জয়ের ম্যাচে তিনি করেন ক্যারিয়ার সেরা ১৮৬ রানের ইনিংস। দুর্দান্ত পারফরম্যান্সের জন্য সিরিজ সেরার পুরস্কার ওঠে ব্রুকের হাতে।