৫ উইকেট হারিয়ে চাপে ইংল্যান্ড
মিরপুর শেরে বাংলা স্টেডিয়ামে তৃতীয় ও শেষ টি-টোয়েন্টি ম্যাচে ইংল্যান্ডের মুখোমুখি হয়েছে বাংলাদেশ। টস হেরে আগে ব্যাট করতে নেমে নির্ধারিত ২০ ওভারে ২ উইকেটে ১৫৮ রান করেছে স্বাগতিকরা। জবাবে ব্যাট করতে নেমে এই প্রতিবেদন লেখা পর্যন্ত ১২৩ রানে ৫ উইকেট হারিয়েছে ইংল্যান্ড।
লক্ষ্যে ব্যাট করতে নেমে প্রথম ওভারেই উইকেট হারায় ইংল্যান্ড। অভিষেক ম্যাচ খেলতে নামা স্পিনার তানভীর তুলে নেন ফিল সল্টের উইকেট। লিটনের স্টাম্পিংয়ের শিকার ইংলিশ ওপেনার। মারেন গোল্ডেন ডাক।
প্রথম উইকেট পতনের সেই ধাক্কা ভালোমতো সামাল দেয়ার চেষ্টা করেছেন ডেভিড মালান ও অধিনায়ক জস বাটলার। পাওয়ার প্লের ৬ ওভারে ইংল্যান্ডের রান ১ উইকেটে ৪৭। টি টোয়েন্টি ক্যারিয়ারের ১৫তম ফিফটির দেখা পেয়েছেন ডেভিড মালান। শেষ পর্যন্ত তাকে ফেরান মোস্তাফিজুর রহমান। ৪৭ বলে ৫৩ রানে উইকেটের পেছনে লিটনের হাতে ক্যাচ দেন মালান। পরের বলে রান আউট জস বাটলার। মিরাজের দুর্দান্ত থ্রোয়ে ৩১ বলে চারটি চার ও এক ছক্কায় ৪০ রান করে ফেরেন তিনি। ১৪ ওভারে ৩ উইকেটে ১০২ রান ইংল্যান্ডের।
বাংলাদেশ দল: লিটন দাস, রনি তালুকদার, নাজমুল হোসেন শান্ত, তৌহিদ হৃদয়, সাকিব আল হাসান (অধিনায়ক), মেহেদী হাসান মিরাজ, শামীম পাটোয়ারী, তাসকিন আহমেদ, মোস্তাফিজুর রহমান, তানভির ইসলাম, হাসান মাহমুদ।