সিরিজ জয়ে চোখ টাইগারদের

হেড কোচ হাথরুসিংহে ও অধিনায়ক তামিম ইকবাল।
হেড কোচ হাথরুসিংহে ও অধিনায়ক তামিম ইকবাল।ছবি: সংগৃহীত

প্রথম ম্যাচে রেকর্ড গড়া জয়। বাংলাদেশের সঙ্গে বলতে গেলে একপ্রকার উড়িয়ে গেছে আইরিশরা। দ্বিতীয় ওয়ানডে ম্যাচে আগামীকাল সোমবার সিলেটে বাংলাদেশের মুখোমুখি হবে আয়ারল্যান্ড। এই ম্যাচ জিতলেই সিরিজ নিশ্চিত হবে স্বাগতিকদের।

সকাল থেকেই সিলেটে ছিল বৃষ্টির খেলা। এদিন ছিল না ক্রিকেটারদের অনুশীলন। বড় রানের খোঁজে থাকা বাংলাদেশ অধিনায়ক তামিম ইকবাল ইনডোরে ব্যাটিং ঝালাই করেন দুই কোচের সঙ্গে।

অনুশীলন শেষে সবার আগ্রহের কেন্দ্রে ছিলেন স্পিনার কোচ রঙ্গনা হেরাথ। তার ৪৫তম জন্মদিনে কেক কাটা হলো মাঠেই। শুভেচ্ছায় আপ্লুত হেরাথ পরে কথা বলেন দ্বিতীয় ওয়ানডে নিয়ে। জয়ের ধারায় থাকবে বাংলাদেশ, এটাই তার প্রত্যাশা।  

তিনি বলেন, ‘(প্রথম ম্যাচে) দলের সবার পারফরম্যান্স ছিল দারুণ। আমরা এই ব্র্যান্ডের ক্রিকেটই এ মুহূর্তে খেলতে চাই। আমি নিশ্চিত, আগামীকালও আমরা এই ধরনটা ধরে রাখব।’

আগামী ওয়ানডে বিশ্বকাপ ভারতে। যেখানে নানা ধরনের উইকেটের দেখা মিলবে। বাংলাদেশ সেই চ্যালেঞ্জের জন্যই নিজেদের তৈরি রাখতে চায়। হেরাথ বলেন, ‘আমরা উইকেটকে কোনো দায় দিতে চাই না। বিশ্বকাপের ভাবনা মাথায় রাখতে হবে আমাদের, আমরা জানি না কোন ধরনের উইকেট সেখানে পাব। যে কোনো ধরনের উইকেটের জন্যই প্রস্তুত থাকতে হবে আমাদের।’

প্রথম ওয়ানডে ম্যাচে বাংলাদেশ আয়ারল্যান্ডকে হারায় ১৮৩ রানে। যা বাংলাদেশের সর্বোচ্চ রানের জয়ের রেকর্ড। আগে ব্যাট করতে নেমে বাংলাদেশ করেছিল ৮ উইকেটে ৩৩৮ রান, এটিও ছিল সর্বোচ্চ দলীয় সংগ্রহ। জবাবে আয়ারল্যান্ড ১৫৫ রানে গুটিয়ে যায়।

এ সম্পর্কিত খবর

No stories found.
logo
kalbela.com