জানুয়ারি মাসে দুর্নীতির দায়ে সব ধরনের ক্রিকেট থেকে ২ বছর নিষিদ্ধ হয়েছেন বাংলাদেশের ক্রিকেটার নাসির হোসেন। এবার দুর্নীতির কারণে নিষদ্ধ হলেন যুক্তরাজ্যভিত্তিক ক্লাব ক্রিকেটার রিজওয়ান জাভেদ। ইংলিশ ক্রিকেটারকে সাড়ে ১৭ বছরের জন্য নিষিদ্ধ করেছে আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিল (আইসিসি)।
বৃহস্পতিবার (১৫ ফেব্রুয়ারি) এক বিজ্ঞপ্তি প্রদানের মাধ্যমে রিজওয়ান জাভেদের শাস্তির বিষয়টি নিশ্চিত করেছে আইসিসি। আইসিসির দেওয়া শাস্তির তালিকায় দ্বিতীয় দীর্ঘতম নিষেধাজ্ঞা এটি। ২০১৮ সালে জিম্বাবুয়ের ক্রিকেট অফিসিয়াল রাজান নায়ারকে ২০ বছরের জন্য নিষিদ্ধ করেছিল সংস্থাটি।
২০২৩ সালে সেপ্টেম্বরে আটজন খেলোয়াড় ও কর্মকর্তাকে অভিযুক্ত করেছে আইসিসি। যার মধ্যে রয়েছেন বাংলাদেশের অলরাউন্ডার নাসির হোসেন। এমনকি ইংলিশ ক্রিকেটার রিজওয়ানও রয়েছেন এ তালিকায়। আইসিসির দুর্নীতি দমন কর্মকর্তার কাছে অভিযোগের জবাব দিতে ব্যর্থ হয়েছেন অভিযুক্ত তিনি। এমিরেটস ক্রিকেট বোর্ডের দুর্নীতিবিরোধী ৫টি ধারা ভাঙেন ইংলিশ ক্রিকেটার।
২০২১ আবুধাবি টি-১০ লিগে ম্যাচ ফিক্সিংয়ে জড়ান রিজওয়ান। উত্থাপিত অভিযোগের জবাব দিতে ব্যর্থ হন তিনি। যে কারণে আইসিসির কোড অব কন্ডাক্ট কমিটির চেয়ারম্যান মাইকেল জে বেলফ কেসি রিজওয়ানকে নিষিদ্ধ করার সিদ্ধান্ত দেন। কোনো ধরনের উত্তর না পাওয়ায় ধরে নেওয়া হয়েছে, আনিত অভিযোগগুলো স্বীকার করে শাস্তি মেনে নিয়েছেন ইংল্যান্ডের এই খেলোয়াড়।
রিজওয়ানের নিষেধাজ্ঞা শুরুর সময় ধরা হয়েছে ২০২৩ সালের ১৯ সেপ্টেম্বর থেকে, যেদিন তাকে সাময়িকভাবে নিষিদ্ধ করা হয়েছিল।
মন্তব্য করুন