আগামী ১৯ জানুয়ারি থেকে শুরু হবে বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) দশম আসর। ইতোমধ্যেই প্রতিযোগিতার টিকিটের মূল্য নির্ধারণ করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। গতবারের চেয়ে এবারের আসরের টিকিটের দাম কিছুটা বাড়িয়েছে সংস্থাটি। আর তাতেই শঙ্কা জেগেছে আসন্ন বিপিএল আশা অনুযায়ী দর্শক পাবে তো?
বিগত কয়েক মৌসুমে বিপিএলে দর্শকদের অনীহা ছিল চোখেপড়ার মতো। অনেক সময় দেখা গেছে মাইকিং করেও টিকিট বিক্রি করতে পারেনি বিসিবি। এমন অভিজ্ঞতা সত্ত্বেও টিকিট মূল্য বাড়িয়েছে আয়োজকরা। তাই বিপিএলের দশম আসরেও দর্শকদের খেলার দেখার আগ্রহ কতটা থাকবে তা নিয়ে শুরু হয়েছে নানা আলোচনা-সমালোচনা।
এবারের আসরে ঢাকা পর্বে টিকিটের দাম ধরা হয়েছে সর্বনিম্ন ২০০ টাকা। ইস্টার্ন স্ট্যান্ডে বসে এই মূল্যে খেলা দেখতে পারবেন দর্শকরা। তবে সর্বোচ্চ ২৫০০ টাকা মূল্য রাখা হয়েছে গ্র্যান্ড স্ট্যান্ডের টিকিটের জন্য। যা গত আসরেও ছিল ১৫০০ টাকা। এ ছাড়া নর্থ ও সাউথ স্ট্যান্ডের টিকিটের দাম ধরা হয়েছে ৪০০ টাকা। যা আগের আসরে ছিল ৩০০ টাকা।
অন্যদিকে ক্লাব হাউসের টিকিট মূল্য গত আসরে ছিল ৫০০ টাকা। এবার মূল্য বাড়িয়ে ৮০০ টাকা নির্ধারণ করেছে বিসিবি। এ ছাড়াও ১৫০০ টাকা মূল্য ধরা হয়েছে ভিআইপি স্ট্যান্ডের টিকিট মূল্য। আগে বছর যার মূল্য ছিল ১০০০ টাকা।
মন্তব্য করুন