সিরিজ জেতা উচিত বলে মনে করছেন শান্ত

ম্যাচ সেরার পুরস্কার হাতে নাজমুল হোসেন শান্ত
ম্যাচ সেরার পুরস্কার হাতে নাজমুল হোসেন শান্তছবি: সংগৃহীত

এর আগে একবারের মোকাবিলা। তাও বিশ্বমঞ্চে। বাংলাদেশ হেরেছিল আট উইকেটে। এবার ঘরের মাঠে প্রথমবারের মতো ইংল্যান্ডের বিরুদ্ধে তিন ম্যাচের সিরিজ। প্রথম ম্যাচেই বাজিমাত। ইংলিশদের বিরুদ্ধে বাংলাদেশের জয় ৬ উইকেটে, তাও দাপুটে ঢঙে।

৩০ বলে ৫১ রানের ঝোড়ো ইনিংস খেলা নাজমুল হোসেন শান্ত জিতেছেন ম্যাচ সেরার পুরস্কার। ম্যাচ পরবর্তী সংবাদ সম্মেলনে কথাও বলেন তিনি। প্রথম ম্যাচ জেতায় আত্মবিশ্বাসী তুঙ্গে টাইগারদের। শান্তর মতে, এখন সিরিজ জেতাটা উচিত।

ম্যাচ সেরার পুরস্কার হাতে নাজমুল হোসেন শান্ত
ম্যাচ সেরা শান্ত প্রশংসা করলেন বোলারদের

শান্ত বলেন, ‘প্রথম ম্যাচ জিততে পেরেছি এটা দলকে অনেক আত্মবিশ্বাস দেবে। আমরা যখন দ্বিতীয় ম্যাচ খেলতে যাব নতুন করে শুরু করতে হবে। এখন যে অবস্থায় আছি এখান থেকে সিরিজ জেতা উচিত। কিন্তু এখনো আমাদের নির্দিষ্ট দিনে ভালো খেলতে হবে।’

ম্যাচ সেরার পুরস্কার হাতে নাজমুল হোসেন শান্ত
বাংলাদেশে উড়ে গেল বিশ্বচ্যাম্পিয়ন ইংল্যান্ড

নিজের দারুণ ইনিংস সম্পর্কে শান্ত বলেন, ‘ভালো একটা শুরু পেয়েছিলাম। শুধু ওই মোমেন্টামটা ধরে রাখার চেষ্টা করেছি। আর এমনিতে স্বাভাবিক পরিকল্পনাই ছিল। খুব বেশি বাড়তি কিছু করব, এমন চিন্তা ছিল না। আমি শুধু বল দেখেছি এবং ওভাবে প্রতিক্রিয়া দেখিয়েছি।’

সিরিজের দ্বিতীয় ম্যাচ আগামী ১২ মার্চ মিরপুরে। একই ভেন্যুতে ১৪ মার্চ অনুষ্ঠিত হবে তৃতীয় ও শেষ টি টোয়েন্টি। প্রথম ম্যাচ জেতায় তিন ম্যাচ সিরিজে বাংলাদেশের লিড ১-০ ব্যবধানে।

এ সম্পর্কিত খবর

No stories found.
logo
kalbela.com