আবার পিসিবির ওপর ক্ষোভ ঝাড়লেন রমিজ রাজা

রমিজ রাজা।
রমিজ রাজা।ছবি : সংগৃহীত

আবারও সরব পাকিস্তান ক্রিকেট বোর্ডের (পিসিবি) সাবেক চেয়ারম্যান রমিজ রাজা। পিসিবির প্রতি ক্ষোভ ঝাড়লেন তিনি। এবার বিষয় আসন্ন আফগানিস্তান-পাকিস্তান সিরিজে সিনিয়র ক্রিকেটারদের বিশ্রাম।

আফগানিস্তানের বিপক্ষে সিরিজের জন্য বাবর আজম ও মোহাম্মদ রিজওয়ানকে বিশ্রাম দিতে চাইছে পিসিবি। বাবর ও রিজওয়ান ছাড়াও এ তালিকায় আছেন সিনিয়র ক্রিকেটারদের বেশ কয়েকজনের নাম। এ নিয়ে পিসিবির ওপর ক্ষোভ ঝাড়লেন রমিজ রাজা।

সামাজিক যোগাযোগমাধ্যম টুইটারে তিনি লেখেন, ‘বাবর আজমের কানে এ খবর যেন না পৌঁছে যে, তাকে অধিনায়কত্ব থেকে সরিয়ে দেওয়ার কথা ভাবা হচ্ছে। মনে হচ্ছে, পিসিবির বর্তমান কমিটি পাকিস্তানের অধিনায়ক হিসেবে বাবর আজমকে হজম করতে পারছে না।’

শুধু রমিজ রাজা নয়, এতে ক্ষোভ প্রকাশ করেছেন পাকিস্তানের আরেক সাবেক ক্রিকেটার রশিদ লতিফও। এক সাক্ষাৎকারে পাকিস্তানের সাবেক অধিনায়ক বলেন, ‘শাহিন, ফখর, বাবর, রিজওয়ান, শাদাব একটি ঐক্যবদ্ধ শক্তি। আর পিসিবি এই ঐক্য নষ্ট করতে চায়।’

রমিজ রাজা।
রমিজ-পিসিবির পাল্টাপাল্টি বক্তব্য

এ সময় লতিফ আরও বলেন, “তারা বাবর ও রিজওয়ানকে বসিয়ে শাহিনকে অধিনায়ক বানিয়ে খেলোয়াড়দের নিরাপত্তাহীনতায় ফেলতে চায়। তারা ‘ভাগ করো ও শাসন করো’ নীতি প্রয়োগ করছে। এতে লাভ হওয়ার চেয়ে বরং ক্ষতি হবে।”

এদিকে নির্ধারিত সময়ে হক আই সিস্টেম না পাওয়ায় বদলে গেছে আফগানিস্তান ও পাকিস্তানের তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজের সূচি। শারজাহতে ২৪ মার্চ শুরু হবে পাকিস্তান-আফগানিস্তান টি-টোয়েন্টি সিরিজ। বাকি দুই ম্যাচ হবে ২৬ ও ২৭ মার্চ।

রমিজ রাজা।
কামরানকে রমিজ রাজার আইনি নোটিশ

এ সম্পর্কিত খবর

No stories found.
logo
kalbela.com