
মিরপুর শেরেবাংলা স্টেডিয়ামে তৃতীয় ও শেষ টি-টোয়েন্টি ম্যাচে ইংল্যান্ডের মুখোমুখি হয়েছে বাংলাদেশ। টস হেরে আগে ব্যাট করতে নেমে নির্ধারিত ২০ ওভারে ২ উইকেটে ১৫৮ রান করেছে স্বাগতিকরা। হোয়াইটওয়াশ এড়াতে ইংল্যান্ডের দরকার ১৫৯ রান।
টস হেরে আগে ব্যাট করতে নামা বাংলাদেশের শুরুটা দারুণ। উদ্বোধনী জুটিতে লিটন ও রনি তোলেন ৫৫ রান। একবার জীবন পাওয়া রনি বিদায় নেন ২২ বলে তিন চারে ২৪ রান করে আদিল রশিদের বলে।
এরপর দুরন্ত গতিতে আগান লিটন দাস। সঙ্গে ছিলেন নাজমুল হোসেন শান্ত। ৪১ বলে ফিফটি করা লিটন থামেন ব্যক্তিগত ৭৩ রানে। যা তার টি-টোয়েন্টি ক্যারিয়ারের সেরা ইনিংস, নবম ফিফটি। আগের সেরা ইনিংস ছিল ৬৯ রান।
৫৭ বলের ইনিংসে লিটন হাঁকান ১০টি চার ও এক ছক্কা। জর্ডানের বলে সল্টের হাতে ক্যাচ দেন লিটন। বাংলাদেশের দলীয় রান তখন ১৭ ওভারে ১৩৯।
এরপর বাকি সময়টা অবিচ্ছিন্ন থেকে খেলা শেষ করেন অধিনায়ক সাকিব আল হাসান ও নাজমুল হোসেন শান্ত। অল্পের জন্য ফিফটির দেখা পাননি শান্ত। ৩৬ বলে এক চার ও দুই ছক্কায় ৪৭ রান করেন তিনি। ৬ বলে সাকিবের রান চার। বাউন্ডারি নেই একটিও।
টানা দুই ম্যাচ জিতে সিরিজ আগেই নিজেদের করে নিয়েছে বাংলাদেশ। ইংল্যান্ডের কাছে এই ম্যাচটি হোয়াইটওয়াশ এড়ানোর মিশন।
বাংলাদেশ দল : লিটন দাস, রনি তালুকদার, নাজমুল হোসেন শান্ত, তৌহিদ হৃদয়, সাকিব আল হাসান (অধিনায়ক), মেহেদী হাসান মিরাজ, শামীম পাটোয়ারী, তাসকিন আহমেদ, মোস্তাফিজুর রহমান, তানভির ইসলাম, হাসান মাহমুদ।