
বাংলাদেশের সফরে পেয়েছিলেন প্রথম শতক। তবু অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই টেস্টের একাদশে জায়গা হয়নি শুভমান গিলের। লোকেশ রাহুলের ব্যর্থতায় ফেরেন তৃতীয় টেস্টের একাদশে। কিন্তু ইন্দোরে ব্যর্থ হয় তার ব্যাট।
আহমেদাবাদে ঘুরে দাঁড়ালেন ডানহাতি এই ওপেনার। বর্ডার-গাভাস্কার সিরিজের চতুর্থ ও শেষ টেস্টে ফিরলেন স্বমহিমায়। অজিদের বিপক্ষে প্রথম এবং ক্যারিয়ারের দ্বিতীয় শতক করে ফেললেন তিনি। এর পরপরই অভিনন্দন পান দুই ব্যাটারের।
শতরানের সময় তার সঙ্গে ক্রিজে ছিলেন চেতেশ্বর পুজারা। শতরানের উদযাপনের পর শুভমান গিলকে জড়িয়ে ধরে শুভেচ্ছা জানান তিনি। কিন্তু এরপরই আউট হয়ে যান পুজারা। পরে ক্রিজে শুভমানকে নতুন করে শুভেচ্ছা জানান বিরাট কোহলি।
এ সময় ধারাভাষ্যকার অজিত আগারকারকে বলতে শোনা যায়, ‘দুই অভিজ্ঞ ব্যাটারের অভিনন্দন পাওয়া নিশ্চয়ই শুভমানকে আরও আত্মবিশ্বাসী করে তুলবে।’ ব্যক্তিগত ১২৮ রানে নাথান নায়নের শিকার হন তিনি।