শনিবার, ১৪ ডিসেম্বর ২০২৪, ২৯ অগ্রহায়ণ ১৪৩১
স্পোর্টস ডেস্ক
প্রকাশ : ১৩ ডিসেম্বর ২০২৪, ১০:০৭ পিএম
অনলাইন সংস্করণ

চ্যাম্পিয়ন্স ট্রফি নিয়ে চূড়ান্ত সিদ্ধান্ত আসছে শনিবার

আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফি। ছবি : সংগৃহীত
আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফি। ছবি : সংগৃহীত

অবশেষে চ্যাম্পিয়ন্স ট্রফি ২০২৫ নিয়ে দীর্ঘদিনের অনিশ্চয়তার অবসান ঘটতে চলেছে। বিসিসিআই, আইসিসি এবং পিসিবির উচ্চপর্যায়ের সূত্র জানিয়েছে, শনিবার (১৪ ডিসেম্বর) এই ইস্যুতে চূড়ান্ত সিদ্ধান্ত আসতে পারে।

জানা গেছে, আইসিসি বোর্ডের একটি বৈঠক ডাকা হয়েছে, যেখানে নতুন আইসিসি চেয়ারম্যান জয় শাহ ভার্চুয়ালি অংশ নেবেন। বিসিসিআই, আইসিসি এবং পিসিবির মধ্যে কয়েক সপ্তাহের আলোচনার পর একটি সমঝোতায় পৌঁছানো হয়েছে বলে মনে করা হচ্ছে।

এখন পর্যন্ত সিদ্ধান্ত অনুযায়ী, পাকিস্তানই চ্যাম্পিয়ন্স ট্রফির আনুষ্ঠানিক আয়োজক থাকবে। তবে টুর্নামেন্টটি অনুষ্ঠিত হবে হাইব্রিড মডেলে। ১৫ ম্যাচের মধ্যে পাঁচটি ম্যাচ, যার মধ্যে ভারত-পাকিস্তান হাই-ভোল্টেজ ম্যাচও রয়েছে, আয়োজন করা হবে দ্বিতীয় কোনো দেশে, সম্ভবত সংযুক্ত আরব আমিরাতে।

বিসিসিআই কি পরবর্তীতে ভারতে অনুষ্ঠিতব্য আইসিসির অন্যান্য ইভেন্টের জন্য একই হাইব্রিড মডেল মেনে নিয়েছে কি না, তা এখনও পরিষ্কার নয়। তবে দুই পক্ষের মধ্যে একটি মধ্যম পন্থা বের করা হয়েছে বলে ধারণা করা হচ্ছে। বিসিসিআই কোনো লিখিত নিশ্চয়তা দিতে রাজি নয়, যা এই আলোচনায় বড় বাধা হয়ে দাঁড়িয়েছিল।

আগামী বছর ভারতের মাটিতে নারীদের ওয়ানডে বিশ্বকাপ এবং ২০২৬ সালে শ্রীলঙ্কার সঙ্গে যৌথভাবে পুরুষদের টি-টোয়েন্টি বিশ্বকাপ অনুষ্ঠিত হবে। এছাড়াও, আগামী বছর পুরুষদের এশিয়া কাপের আয়োজনের কথাও রয়েছে ভারতে। পাকিস্তান চ্যাম্পিয়ন্স ট্রফির আয়োজনকে জাতীয় মর্যাদার বিষয় হিসেবে দেখেছে, তাই হাইব্রিড মডেল মেনে নেওয়ার জন্য তাদের উপযুক্ত ক্ষতিপূরণ দেওয়ার বিষয়ে আলোচনা হয়েছে।

এর পাশাপাশি, ২০২৭-৩১ চক্রে পাকিস্তানকে একটি আইসিসি নারী ক্রিকেট টুর্নামেন্টের আয়োজনের সুযোগ দেওয়া হতে পারে বলে জানা গেছে।

পিসিবি প্রধান মহসিন নাকভি বরাবরই হাইব্রিড মডেলের বিরোধিতা করেছেন। তবে যদি চূড়ান্ত সমঝোতা হয়ে থাকে, তাহলে তার উদ্বেগের বিষয়গুলো সমাধান করা হয়েছে বলেই ধরে নেওয়া হচ্ছে। এছাড়াও, পিসিবিকে আর্থিক ক্ষতিপূরণ দেওয়ার বিষয়টিও আলোচনায় রয়েছে।

এইসব সিদ্ধান্তের আনুষ্ঠানিক অনুমোদনের জন্য শনিবারের বৈঠক ডাকা হয়েছে এবং সেখানেই চূড়ান্ত সিদ্ধান্ত ঘোষণা হতে পারে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

হাসপাতালের অ্যাম্বুলেন্স থেকে ইয়াবা উদ্ধার 

বিটিএস ‘আসক্তিতে’ ২ মাদ্রাসাছাত্রী নিখোঁজ

শেখ হাসিনার জনসভার দাবি করা ভিডিওর সত্যতা জানা গেল

‘শ্রমিকদের অধিকার প্রতিষ্ঠায় ইসলামী শ্রমনীতি চালু করতে হবে’

উত্তরখানে যৌথ অভিযানে চোলাই মদসহ মাদক কারবারি গ্রেপ্তার

‘আ.লীগ ফিরে আসবে’ মন্তব্য করা সেই ইউএনও হলেন এডিসি

ধানের বস্তার নিচে লুকানো ৪০ কেজি গাঁজা জব্দ, গ্রেপ্তার ১

খুবিতে ১৫তম জাতীয় স্নাতক গণিত অলিম্পিয়াড অনুষ্ঠিত

মিরপুরে রোড ক্রসিংয়ে রং দিয়েছে ঢাকা মহানগর পশ্চিম ছাত্রদল

ক্ষমতাসীন কেউই দুর্নীতিমুক্ত দেশ উপহার দিতে পারেনি : ফয়জুল করিম

১০

তারেক রহমানের নেতৃত্বে নতুন বাংলাদেশ অপেক্ষমাণ : কায়াস মাহমুদ

১১

চুয়াডাঙ্গার শীর্ষ সন্ত্রাসী সাখাওয়াত গ্রেপ্তার

১২

চেয়ারম্যানের মৃত্যুর ছয় মাসেও গঠন হয়নি প্যানেল চেয়ারম্যান

১৩

রাজনৈতিক বক্তব্য দেওয়া থেকে বিরত থাকতে হবে উপদেষ্টাদের : ভিপি নুর

১৪

ঢাকায় শুরু হলো ‘অ্যাম্বাসি ফুটবল ফেস্ট ২০২৪’

১৫

‘আগামীর বাংলাদেশ হবে দুর্নীতি, সন্ত্রাস ও চাঁদাবাজমুক্ত’

১৬

চ্যাম্পিয়ন্স ট্রফি নিয়ে চূড়ান্ত সিদ্ধান্ত আসছে শনিবার

১৭

চেয়ারম্যান কারাগারে, ইট নিয়ে যাচ্ছেন বিএনপি নেতা

১৮

দূতাবাসে হামলার প্রতিবাদে কল্যাণ ফ্রন্টের বিক্ষোভ সমাবেশ

১৯

তাপমাত্রা নিয়ে খারাপ খবর দিল আবহাওয়া অফিস 

২০
X