জশুয়া ডি সিলভাকে এলবিডব্লুর ফাঁদে ফেলেই দারুণ এক মাইলফলক স্পর্শ করলেন হাসান মাহমুদ। এক ক্যালেন্ডার বছরে বাংলাদেশের হয়ে টেস্টে সবচেয়ে বেশি উইকেট শিকারি এখন হাসান। নিজের পরের ওভারে এসে সেটাকেও ছাড়িয়ে গেছেন ডানহাতি এই পেসার। হাসানের তোপের পর এই রিপোর্ট লেখা পর্যন্ত উইন্ডিজের রান ৭ উইকেটে ২৬৩।
অ্যান্টিগা টেস্টের দ্বিতীয় দিনের প্রথম ঘণ্টায় এমন রেকর্ড গড়েন হাসান। টেস্টে ২০২৪ সালে হাসান মাহমুদ এখন পর্যন্ত ৮ ম্যাচে নিয়েছেন মোট ২৫ উইকেট। নির্দিষ্ট এক পঞ্জিকাবর্ষে বাংলাদেশ পেসারদের মধ্যে এটাই সর্বোচ্চ উইকেটের নতুন রেকর্ড। হাসান ভেঙেছেন ২০০৮ সালের শাহাদাৎ হোসেন রাজিবের রেকর্ড। ১৬ বছর আগে শাহাদাৎ হোসেন ৯ টেস্টে নিয়েছিলেন ২৩ উইকেট।
বিশ্বরেকর্ড গড়ার অবশ্য সুযোগ নেই হাসানের। কেননা, ১৯৮১ সালে ডেনিস লিলি ১৩ টেস্টে নিয়েছিলেন ৮৫ উইকেট, যেটা এখনো ছুঁতে পারেনি আর কোনো ক্রিকেটার।
মন্তব্য করুন