
আন্তর্জাতিক টি টোয়েন্টি ক্রিকেটে বাংলাদেশের হয়ে একশর বেশি উইকেট নেয়ার কৃতিত্ব এতদিন ছিল শুধু সাকিব আল হাসানের। এবার তিন অঙ্কের সেই ক্লাবে যোগ দিলেন পেসার মোস্তাফিজুর রহমানও।
তৃতীয় ও শেষ টি টোয়েন্টিতে মঙ্গলবার মালানের উইকেট নিয়ে মোস্তাফিজের হয়েছে দারুণ সেঞ্চুরি। ৮১ ম্যাচে তার উইকেট সংখ্যা ১০০। ১১২ ম্যাচে ১৩০ উইকেট নিয়ে শীর্ষে আছেন সাকিব।
টি টোয়েন্টিতে বাংলাদেশের আর কোন বোলার এই দুজনের ধারের কাছে নেই। তৃতীয় স্থানে থাকা আব্দুর রাজ্জাক খেলা ছেড়ে এখন বিসিবির নির্বাচক। ৩৪ ম্যাচে তার উইকেট ৪৪।
এখন খেলা চালিয়ে যাওয়া বোলারদের মধ্যে এই তালিকায় সাকিব ও মোস্তাফিজের পর আছেন তাসকিন আহমেদ। ৪৯ ম্যাচে তার উইকেট ৩৮টি।