
আসন্ন আয়ারল্যান্ডের বিরুদ্ধে ওয়ানডে সিরিজের জন্য দল ঘোষণা করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। ঘোষিত স্কোয়াডে নেই অভিজ্ঞ মাহমুদউল্লাহ রিয়াদ।
তাৎক্ষণিক প্রতিক্রিয়ায় বিসিবির প্রধান নির্বাচক মিনহাজুল আবেদিন নান্নু মাহমুদউল্লাহর বাদ পড়াকে বলেছেন বিশ্রাম। যদিও ব্যাপারটি যথেষ্ট কানাঘুষার জন্ম দিয়েছে।
তারই রেশ ধরে আজ সোমবার মাহমুদউল্লাহ প্রসঙ্গে কথা বলেছেন নির্বাচক হাবিবুল বাশার সুমন। তিনি ব্যাখ্যা করেছেন- ঠিক কী কারণে ওয়ানডে সিরিজে রাখা হয়নি মাহমুদউল্লাহকে।
তার মতে, মাহমুদউল্লাহ বড় মঞ্চের খেলোয়াড়। সব টুর্নামেন্টে তাকে পরীক্ষা দিতে হবে না। এই ফাঁকে নতুনদের পরখ করে নেয়ার একটা সুযোগ থাকে।
তিনি বলেন, ‘মাহমুদউল্লাহকে আমরা বিশ্রাম দিয়েছি। কারণ, তাকে নিয়ে খুব বেশি কাজ করার নেই। যখন বড় টুর্নামেন্ট আসবে, সেখানে কিন্তু তারা আগেই খেলেছে। তার কিন্তু ওখানে গিয়ে পরীক্ষা দেওয়ার কিছু নেই।’
আইরিশদের বিরুদ্ধে সিরিজে বাংলাদেশ দলে প্রথম ডাক পেয়েছেন জাকির হাসান। দলে ফিরেছেন শরীফুল ইসলাম ও ইয়াসির আলী। মাহমুদউল্লাহর জায়গায় নেওয়া হয়েছে মূলত ইয়াসিরকে। সেখানে কেমন করে ইয়াসির, এটাই দেখার বিষয়। বলা যেতে পারে, মাহমুদউল্লাহর বিকল্প তৈরির একটা প্রচেষ্টা।
সুমন বলেন, ‘মাহমুদউল্লাহর জায়গায় যদি কাউকে নিতে হয়, তাঁকে পরীক্ষা দিতে হবে। এই চিন্তাভাবনা থেকেই তাঁকে বিশ্রাম দেওয়া হয়েছে।’
ইংল্যান্ডের বিপক্ষে ওয়ানডে সিরিজে ছিলেন মাহমুদউল্লাহ। তিন ম্যাচে তার রান ৭১। নেই কোনো ফিফটি। সর্বোচ্চ ৩২। এমন পারফরম্যান্সের কারণেই কি তাকে আপাতত বিশ্রামে রাখা? সুমনের মতে, ‘আমি আগেই বলেছি, মাহমুদউল্লাহ আমাদের পরীক্ষিত ক্রিকেটার। তাঁর প্রমাণ করার কিছু নেই। তাঁকে নিয়ে ভবিষ্যতে কী হবে, সেটা আমরা পরেই ভাবব।’