
ইংল্যান্ডের বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজের প্রথম ম্যাচে বাংলাদেশের হয়ে অভিষেক হয়েছে তৌহিদ হৃদয়ের। আর একাদশে ফিরেছেন ৮ বছর পর জাতীয় দলের ডাক পাওয়া রনি তালুকদার। দলে ফিরেছেন শামীম হোসেনও। চট্টগ্রামের সাগরিকায় ইংল্যান্ডের বিপক্ষে টস জিতে ফিল্ডিং করছে বাংলাদেশ।
সদ্য সমাপ্ত বাংলাদেশ প্রিমিয়ার লিগে (বিপিএল) নিজেকে নতুনভাবে চেনান তৌহিদ হৃদয়। ১২ ইনিংসে ৩৭ গড়ে করেছেন ৪০৩ রান। এতে সর্বোচ্চ রান সংগ্রাহকের তালিকায় তৃতীয় ছিলেন তিনি। এই আসরে ১৪০ স্ট্রাইকরেটে রান তুলেছেন তিনি। আর তার নামের পাশে রয়েছে সবচেয়ে বেশি ৫টি অর্ধশতক।
ফলে প্রত্যাশিতভাবে জাতীয় দলে ডাক পান তিনি। আর ডাক পেয়ে অভিষেক হয় ডানহাতি এই ব্যাটারের। পাঁচ নম্বর ব্যাটারে সুযোগ পেতে পারেন তিনি। এদিকে সদ্য শেষ হওয়া বিপিএলে আলো ছড়িয়ে ৮ বছর পর আবারও জাতীয় দলে ডাক পান রনি তালুকদার। ওপেনিংয়ে লিটন দাস অথবা নাজমুল হোসেন শান্তর সঙ্গী হিসেবে দেখা যাবে ডানহাতি এই ব্যাটারকে।