ওমর ফারুক, চট্টগ্রাম থেকে
প্রকাশ : ১৯ ডিসেম্বর ২০২২, ০৪:৫৮ এএম
অনলাইন সংস্করণ

কিছু ‘প্রাপ্তি’, কিছু ‘আক্ষেপের’ হার সাকিবদের

কিছু ‘প্রাপ্তি’, কিছু ‘আক্ষেপের’ হার সাকিবদের

হার অনেকটা নিশ্চিত হয়ে গিয়েছিল চতুর্থ দিন শেষ বেলায়। চট্টগ্রাম টেস্টের শেষ দিন তেমন কিছু পাওয়ার ছিল না বাংলাদেশের। যদিও সকালের ঝলমলে রোদে সাগরিকায় ঝোড়ো ব্যাটিংয়ে সেঞ্চুরির আশা জাগিয়েছিলেন সাকিব আল হাসান। সেটাও পাওয়া হয়নি বাংলাদেশ অধিনায়কের। ৮৪ রান করে সাজঘরে ফেরার পথে দলের শেষটাও দেখে নিলেন তিনি।

পঞ্চম দিনের শুরুটা করেছিলেন আগের দিনের অপরাজিত দুই ব্যাটার সাকিব ও মিরাজ। দু’জনের নিচে থাকা লেজের ব্যাটাররা যে শুধুই সংখ্যা, তাদের তা অজানা থাকার কথা নয়। শেষ দিনে এ জুটি কতদূর যায়, সেটাই দেখার ছিল। কিন্তু ভারতীয় বোলাররা বেশিক্ষণ অপেক্ষায় রাখেননি কাউকে। শীত উপেক্ষা করে সকালে শ’খানেক দর্শক এলেও বেশিক্ষণ বসে থাকতে হয়নি তাদের। কর্মজীবী হলে দ্রুতই কাজে যোগ দেওয়ার মতো যথেষ্ট সময় পেয়েছেন তারা। সাড়ে ৯টায় শুরু হওয়া ম্যাচ স্থায়ী ছিল ৪৯ মিনিট। টাইগারদের দ্বিতীয় ইনিংস ৩২৪ রানে থামিয়ে ১৮৮ রানের জয়ে দুই ম্যাচের সিরিজ ১-০ এগিয়ে গেল লোকেশ রাহুলের দল। ২২ ডিসেম্বর ঢাকায় সিরিজ বাঁচাতে লড়বেন সাকিবরা।

পঞ্চম দিন জেতার জন্য বাংলাদেশের দরকার ছিল ২৪২ রান, হাতে ছিল ৪ উইকেট। ড্রয়ের আশা করলেও টিকে থাকতে হতো ছয় ঘণ্টা। আগের দিন শেষ সেশনে জাকির হাসান, মুশফিকুর রহিম ও নুরুল হাসান সোহান বিদায় নেওয়ায় কাজটা অনেক কঠিন হয়ে যায়। শেষ দিনের সকালের শুরুতে মিরাজ ফেরার পর সব আশাই শেষ হয়ে যায়। তবে ৪৪ রানে অপরাজিত থেকে দিন শুরু করা সাকিব কিছুক্ষণ ঝোড়ো ব্যাটিং করেছেন। চার-ছক্কায় সকালটা মাতিয়ে রেখেছিলেন। সেঞ্চুরির আশাও জাগিয়েছিলেন। পাঁচ বছর পর টেস্টে সেঞ্চুরি পাওয়ার দারুণ সুযোগ ছিল তার সামনে। কিন্তু ৮৪ রান করতেই ম্যাচসেরা কুলদীপ যাদবের শিকার হন তিনি। মাঠেই হতাশা প্রকাশ করতে দেখা যায় বাঁহাতি অলরাউন্ডারকে। সাকিবকে নিয়ে দুই ইনিংসে ৮ উইকেট পেয়েছেন কুলদীপ। ক্যারিয়ারের অষ্টম টেস্টেই পেলেন ম্যাচসেরার পুরস্কার। আরেক স্পিনার অক্ষর প্যাটেল পেয়েছেন ৫টি।

বাংলাদেশ ম্যাচটা পিছিয়ে গেছে তৃতীয় দিনেই। প্রথম ইনিংসে ভারতের করা ৪০৪ রানে জবাবে মাত্র চার ঘণ্টার মতো টিকে ছিল বাংলাদেশের ব্যাটিং। টপ অর্ডার মিডল অর্ডারের ব্যর্থতায় ১৫০ রানে গুটিয়ে যান লিটন-মুশফিকরা। দ্বিতীয় ইনিংসে ভারত আরও ২৫৮ রান যোগ করলে পাহাড়সম লক্ষ্য হয়ে দাঁড়ায়। ম্যাচের পর পুরস্কার বিতরণীতে এসে প্রথম ইনিংসের ব্যর্থতার আফসোস ঝরেছে অধিনায়ক সাকিবের কণ্ঠে, ‘এটা ব্যাটিং করার জন্য আদর্শ উইকেট ছিল। কিন্তু আমরা ভালো ব্যাটিং করতে পারিনি (প্রথম ইনিংসে)। ৫-৬ মাস পর টেস্ট খেলা আমাদের জন্য আদর্শ না, তবে এখানে কোনো অজুহাত নয়, পুরো কৃতিত্ব ভারতের।’

ম্যাচ হারলেও কিছু প্রাপ্তি আছে। প্রথম ইনিংসে তাইজুল-মিরাজের চারটি করে উইকেট পাওয়া। দ্বিতীয় ইনিংসে জাকির হাসানের অভিষেকে রেকর্ড গড়া সেঞ্চুরি ও সাকিবের রানে ফেরা। অভিষেক ম্যাচে দ্বিতীয় ইনিংসে সেঞ্চুরি পাওয়া দ্বিতীয় ক্রিকেটার জাকিরে উজ্জ্বল ভবিষ্যৎ কামনা করে সাকিব বলেছেন, ‘ঘরোয়া ক্রিকেটে জাকির অনেক রান করেছে। আশা করি সে আরও অনেক সেঞ্চুরি করবে বাংলাদেশের জন্য।’

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

আইপিইউ সম্মেলন শেষে দেশে ফিরলেন স্পিকার

৫ হাজার মূল্যের বাতি ২৭০০০ টাকায় কিনেছে রেল!

মেট্রোরেলের ওপর দিয়ে যাওয়া ইন্টারনেট-ডিসের তার অপসারণের নির্দেশ

২০০ বছরের পুরোনো ‘গায়েবি’ মসজিদের গুপ্ত তথ্য

বিএনপির নেগেটিভ রাজনীতি মানুষ প্রত্যাখ্যান করেছে : ওবায়দুল কাদের

জজশিপের কর্মচারীদের দক্ষতা বৃদ্ধিতে দুদিনের কর্মশালা অনুষ্ঠিত

সিরিয়ায় ইসরায়েলি বিমান হামলা, নিহত ৩৬ সেনা

জাভির পর কে হবেন বার্সা কোচ!

১ ঘণ্টায় শেষ রেলের ১৪ হাজার টিকিট

বিজিএপিএমইএর নির্বাচনের প্যানেল ঘোষণা

১০

গুগলে ৪ বিষয়ে এড়িয়ে না গেলে বিপদ

১১

নাটোরে স্কুলছাত্রের রক্তাক্ত মরদেহ উদ্ধার, ৪ বন্ধু আটক

১২

নওগাঁয় সাড়া ফেলেছে নতুন জাতের মুরগি ‘বাউ চিকেন’

১৩

টাঙ্গাইলে সংঘর্ষের পর আগুনে পুড়ল লরি ও কাভার্ডভ্যান

১৪

দৌলতদিয়ায় ফেরি পারাপারে অনিয়মের অভিযোগ

১৫

৫ বিদেশি খেলিয়ে আলোচনায় রাজস্থান

১৬

দক্ষিণ আফ্রিকায় বাস খাদে পড়ে ৪৫ তীর্থযাত্রী নিহত

১৭

সেভ দ্য চিলড্রেনে নিয়োগ, নেই বয়সসীমা

১৮

ক্রেতা সংকটে তরমুজ বিক্রেতারা

১৯

কুমিল্লার হাসপাতালে অভিযান চালিয়ে সেই লিফট সিলগালা

২০
*/ ?>
X