এশিয়া কাপের স্টেজ ওয়ানে বাংলাদেশের স্বর্ণ জয়

স্বর্ণ জয়ী আরচার দিয়া সিদ্দিকী (বাঁয়ে) ও হাকিম আহমেদ।
স্বর্ণ জয়ী আরচার দিয়া সিদ্দিকী (বাঁয়ে) ও হাকিম আহমেদ। ছবি: সংগৃহীত

এশিয়া কাপ আরচারির স্টেজ ওয়ান প্রতিযোগিতার রিকার্ভ মিশ্র দলগত ইভেন্টে স্বর্ণ জিতেছে বাংলাদেশ দল। আজ রোববার এই স্বর্ণ জেতেন বাংলাদেশের আরচার হাকিম আহমেদ ও দিয়া সিদ্দিকী। চীনা তাইপেতে অনুষ্ঠিত এই টুর্নামেন্টে কাজাখস্তানকে ৫-৩ সেট পয়েন্টে হারিয়ে এই স্বর্ণ জেতে বাংলাদেশ।

এর আগে সেমিফাইনালে অস্ট্রেলিয়াকে ৫-১ সেট পয়েন্টে হারিয়ে ফাইনালে ওঠেন হাকিম আহমেদ রুবেল ও দেশসেরা নারী আরচার দিয়া সিদ্দিকীর জুটি। এ টুর্নামেন্টে অংশ নিয়েছে বাংলাদেশের ৯ সদস্যের দল।

১০ ইভেন্টের মধ্যে বাংলাদেশ অংশ নিয়েছে রিকার্ভ পুরুষ একক, রিকার্ভ মহিলা একক, রিকার্ভ পুরুষ দলগত, রিকার্ভ মিশ্র দলগত, কম্পাউন্ড পুরুষ একক, কম্পাউন্ড মহিলা একক এবং কম্পাউন্ড মিশ্র দলগত ইভেন্টে।

এ সম্পর্কিত খবর

No stories found.
logo
kalbela.com