বঙ্গবন্ধু কাবাডি : ভিক্টর নেই, স্বাগতিকরা খর্বশক্তির

ট্রফির সঙ্গে অংশ্রগহণকারী দলের অধিনায়কদের ফটোসেশন।
ট্রফির সঙ্গে অংশ্রগহণকারী দলের অধিনায়কদের ফটোসেশন।ছবি : সংগৃহীত

রেইডে ওস্তাদ ভিক্টর ওনিয়াঙ্গো রক্ষণেও নিখুঁত। কেবল নিজ দেশেই নয়, কাবাডি বিশ্বের অন্যতম সেরা তারকাকে ছাড়াই বঙ্গবন্ধু কাপ খেলতে এসেছে কেনিয়া। আজ শুরু হতে যাওয়া আসরে বাংলাদেশও পূর্ণ শক্তির দল পাচ্ছে না।

জিয়াউর রহমান ও লিটন আলী ইনজুরির কারণে খেলতে পারছেন না। দুজনই রক্ষণের গুরুত্বপূর্ণ সদস্য, দুই খেলোয়াড়ই ভারতের প্রো-কাবাডি লিগে খেলার অভিজ্ঞতাসম্পন্ন। লিটন আলী রাইট কর্নার পজিশনে খেলেন; জিয়াউর রহমান খেলেন লেফট কভার পজিশনে। জিয়াউর রহমানের শূন্যতায় মনিরুল ইসলামের ওপর আস্থা রাখছে টিম ম্যানেজমেন্ট। লিটন আলীর জায়গায় দুই বিকল্প সবুজ প্রধান ও নাসির উদ্দিন।

‘জিয়া ও লিটনকে নিয়ে ঝুঁকির পথে হাটতে চাই না আমরা। এ কারণে পুরো সুস্থ না হওয়া পর্যন্ত তাদের না খেলানোর সিদ্ধান্ত নেওয়া হয়েছে’— আসর শুরুর আগে ইনজুরি নিয়ে বলছিলেন বাংলাদেশ দলের কোচিং স্টাফ আব্দুল জলিল। সাবেক এ খেলোয়াড় যোগ করেন, ‘সবুজ ও নাসির আগেও জাতীয় দলে খেলেছেন। কিন্তু লিটন আলী উদীয়মান হিসেবে দারুণ নৈপুণ্য দেখিয়ে আসছিল। জিয়ার বিকল্প হিসেবে মনিরুল আছে। আশা করছি, বঙ্গবন্ধু কাপে দল ভালো করবে।’

ভিক্টর ওনিয়াঙ্গোর না আসা সম্পর্কে কেনিয়ার এক টিম অফিসিয়াল জানিয়েছেন, ‘স্কুল কার্যক্রমে ভিক্টর কানাডায় ব্যস্ত থাকায় আসতে পারেননি। সে না থাকলেও আমরা যে দলটা নিয়ে এসেছি, তা যথেষ্ট প্রতিভাবান। আশা করছি, আমরা এখানে ভালো করব।’

ট্রফির সঙ্গে অংশ্রগহণকারী দলের অধিনায়কদের ফটোসেশন।
এশিয়ান কাবাডি ফেডারেশন আবারও সহসভাপতি হাবিবুর রহমান

১২ জাতির আসরের প্রাথমিক পর্বের খেলা দুই গ্রুপে অনুষ্ঠিত হবে। ‘এ’ গ্রুপে টানা দুই আসরের চ্যাম্পিয়ন স্বাগতিক বাংলাদেশের সঙ্গী ইরাক, নেপাল, ইংল্যান্ড, আর্জেন্টিনা ও পোল্যান্ড। ‘বি’ গ্রুপে দুই আসরের ফাইনালিস্ট কেনিয়ার সঙ্গে আছে শ্রীলঙ্কা, মালয়েশিয়া, ইন্দোনেশিয়া, থাইল্যান্ড ও চায়নিজ তাইপে।

গতকাল ট্রফি উন্মোচন অনুষ্ঠানে আয়োজক বাংলাদেশ কাবাডি ফেডারেশনের সাধারণ সম্পাদক হাবিবুর রহমান বলেন, ‘আশা করছি, আমরা এ আসরেও ভালো করব। সে লক্ষ্য তিন ভারতীয় কোচের অধীনে দল প্রস্তুত করা হয়েছে।’

ট্রফির সঙ্গে অংশ্রগহণকারী দলের অধিনায়কদের ফটোসেশন।
যুব কাবাডি বিশ্বকাপে মরণ ফাঁদে বাংলাদেশ

এ সম্পর্কিত খবর

No stories found.
logo
kalbela.com