
যুব কাবাডি বিশ্বকাপে মরণ ফাঁদে বাংলাদেশ! ভারত, থাইল্যান্ড ও বাংলাদেশকে নিয়ে গড়া ‘সি’ গ্রুপ আক্ষরিক অর্থেই মরণ ফাঁদ।
ভারত কেবল এশিয়া অঞ্চলেই নয়, কাবাডি বিশ্বের পরাশক্তি। যেকোনো দল ভারতকে এড়িয়ে চলতে চাইবে। কাবাডিতে ভারত ও বাংলাদেশের মতো ইতিহাস-ঐতিহ্য নেই থাইল্যান্ডের; কিন্তু দেশটি এ খেলায় ক্রমেই উন্নতি করছে। বিশ্বকাপ অভিযানে ইরান যাত্রার আগে বাংলাদেশ দলের ভারতীয় কোচ শ্রীনিবাস রেড্ডি আলাদাভাবে যে দেশটির নাম উল্লেখ করেছিলেন, সেই থাইল্যান্ডই শেষপর্যন্ত গ্রুপ সঙ্গী হল। সোমবার রাতে যুব বিশ্বকাপের ম্যানেজার্স মিটিংয়ে বাংলাদেশের প্রতিপক্ষ নির্ধারিত হয়েছে।
কাগজ-কলমের শক্তি-সামর্থ্যর বিচারে ভারত এগিয়ে থাকলেও বাংলাদেশ দলের ম্যানেজার এস এম নেওয়াজ সোহাগ ইরানের উর্মিয়া থেকে জানিয়েছেন, আমরা গ্রুপ সেরার লক্ষ্যই খেলতে নামবো। কোচ শ্রীনিবাস রেড্ডিরও একই লক্ষ্য।
‘কোচ (শ্রীনিবাস রেড্ডি) বরাবরই খেলোয়াড়দের বলছেন, প্রতিপক্ষ কে— এ নিয়ে ভাবার সুযোগ নেই। তোমাদের সামর্থ্যটা ম্যাটে ঢেলে দাও। গ্রুপের প্রতিপক্ষ নির্ধারিত হওয়ার পর তিনি একই কথা বলছেন। প্রাথমিকভাবে আমাদের লক্ষ্য গ্রুপ সেরা হওয়া’— কালবেলাকে বলছিলেন এস এম নেওয়াজ সোহাগ।
বাংলাদেশ কাবাডি ফেডারেশনের যুগ্ম সম্পাদক আরও বলেন, ‘বিশ্বকাপ খুবই কঠিন প্রতিযোগিতা। এখানে ভাল করতে হলে যেকোনো দলকে হারানোর সামর্থ্য থাকতে হবে। বর্তমান দলটাকে সেভাবেই প্রস্তুত করার চেষ্টা করছেন কোচিং স্টাফসহ সংশ্লিষ্টরা। গেল যুব বিশ্বকাপে ব্রোঞ্জ জিতেছে বাংলাদেশ, এবার আরও ভাল করতে চাই আমরা।’
মঙ্গলবার প্রথম গ্রুপ ম্যাচে বাংলাদেশ খেলবে থাইল্যান্ডের বিপক্ষে। ১ মার্চ আরেক ম্যাচে ভারতের বিপক্ষে খেলবে লাল-সবুজরা।