
দ্বিতীয়বার সন্তানের বাবা হলেন নিউজিল্যান্ড এবং সানরাইজার্স হায়দ্রাবাদের অধিনায়ক কেন উইলিয়ামসন। স্ত্রী সারা রহিমের কোল আলো করে এসেছে ফুটফুটে এক পুত্র সন্তান। ইনস্টাগ্রামে স্ত্রী ও সন্তানদের ছবি শেয়ার করেছেন কিউই দলপতি। এরপর থেকেই ভক্ত-ক্রিকেটারদের অভিনন্দনে ভাসছেন তিনি।
আজ সোমবার ইনস্টাগ্রামে স্ত্রী ও মেয়ের সঙ্গে নবজাতক শিশুর একটি ছবি শেয়ার করে উইলিয়ামসন। তিনি সেখানে লিখেছেন, ‘ছোট্ট মানুষটি, পরিবারে তোমায় স্বাগত!’
সানরাইজার্স হায়দ্রাবাদ তাদের অফিশিয়াল ফেসবুক ফ্যান পেজে লিখেছে, ‘রাইজার্স ক্যাম্প থেকে কেন পরিবার ও তাদের সবশেষ সুন্দর সদস্যকে আমাদের ভালোবাসা জানাই।'
২০২০ সালে প্রথমবার বাবা হয়েছিলেন কেন উইলিয়ামসন। তখন তার স্ত্রী সারা একটি কন্যা সন্তানের জন্ম দিয়েছিলেন। সন্তানসম্ভবা স্ত্রীর পাশে থাকতে গত ১৮ মে আইপিএল ছেড়ে দেশে ফিরে যান উইলিয়ামসন।