
যেকোনো যন্ত্রাংশ পুরোনো হলেই তার গতি কমে যায়। তেমনি ল্যাপটপও পুরোনো হলেই গতি কমে যায়। অ্যাডোবি ফটোশপ বা ভিডিও এডিটিংয়ের মতো ভারি সফটওয়্যার কাজ করে ধীর গতিতে। এছাড়াও নানা কারণে ল্যাপটপ স্লো হতে পারে।
এমতাবস্থায় অনেক কাজ থাকে যা আপনি করতে পারবেন না। এক্ষেত্রে ল্যাপটপটি বিক্রিও করা যায় না। কারণ অনেকের পক্ষে নতুন আরেকটি ল্যাপটপ কেনা সম্ভব হয়ে উঠে না। তাহলে কী করবেন, ল্যাপটপের গতি বাড়াবেন কীভাবে। চলুন জেনে নেই কী উপায় আছে-
প্রথমেই দেখা উচিত ল্যাপটপে কোনো ভাইরাস আছে কি না! যদি থাকে তাহলে অ্যান্টিভাইরাস প্রোগ্রাম ইনস্টল করে নিন।
ল্যাপটপ থেকে অপ্রয়োজনীয় ফাইল সরিয়ে ফেলুন। কারণ ল্যাপটপের গতি বাড়াতে হার্ড ড্রাইভের জায়গা খালি রাখা খুবই জরুরি। ডাউনলোড করা প্রোগ্রাম, ছবি, গানের লাইব্রেরি হার্ড ড্রাইভের উপর চাপ বাড়ায়। এজন্য অপ্রয়োজনীয় ফাইল সরিয়ে ফেলুন।
একসাথে অনেক ট্যাব খুলে রাখার অভ্যাস আছে অনেকেরই। এতে ব্রাউজার ওভারলোড হয়ে গতি কমে যায় ল্যাপটপের। পাশাপাশি ব্রাউজিং হিস্ট্রি জমিয়ে রাখবেন না। নিয়মিত পরিষ্কার করে ফেলুন।