বিজয় কি-বোর্ড অ্যাপের রেটিং কমছেই

গুগল প্লে-স্টোরে থাকা বিজয় অ্যান্ড্রয়েড কি-বোর্ড অ্যাপ।
গুগল প্লে-স্টোরে থাকা বিজয় অ্যান্ড্রয়েড কি-বোর্ড অ্যাপ।

অ্যান্ড্রয়েড অপারেটিং সিস্টেমে পরিচালিত স্মার্টফোন বাজারে আসার আগেই বিজয় কি-বোর্ড বাধ্যতামূলক ইন্সটল রাখার নির্দেশনা দিয়েছে বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশন (বিটিআরসি)। নির্দেশনার বিষয়টি প্রকাশ্যে আসার পর থেকেই মিশ্র প্রতিক্রিয়া দেখা দিয়েছে সাধারণ ব্যবহারকারী এবং স্মার্টফোন খাত-সংশ্লিষ্ট ব্যক্তিদের মধ্যে।

এমন প্রেক্ষাপটে গুগল প্লে-স্টোরে অ্যাপটি সম্পর্কে নেতিবাচক রিভিউ দেওয়ার পাশাপাশি কম রেটিং পয়েন্ট দিচ্ছেন নেটিজেনরা। মাত্র এক দিনেরও কম সময়ের ব্যবধানে প্লে-স্টোরে অ্যাপটির রেটিং ৩.৬ থেকে কমে ২.৯-এ এসে ঠেকেছে।

বিজয় অ্যান্ড্রয়েড কি-বোর্ড এখন পর্যন্ত ডাউনলোড হয়েছে ৫০ হাজারের বেশি। সর্বাধিক ডাউনলোড হয়েছে রিদমিক কি-বোর্ড—৫০ মিলিয়নের বেশি।

গত ১৩ জানুয়ারি মোবাইল ফোনের স্থানীয় প্রস্তুতকারী এবং আমদানিকারকদের উদ্দেশে একটি চিঠি দেয় বিটিআরসি। সেই চিঠিতে অ্যান্ড্রয়েডভিত্তিক স্মার্টফোন বাজারজাতকরণের আগে তাতে বাংলা কি-বোর্ড হিসেবে বিজয় কি-বোর্ড আগে থেকেই ইন্সটল থাকার নির্দেশনা দেওয়া হয়।

চিঠি জারির তিন কার্যদিবসের মধ্যে সংশ্লিষ্টদের কমিশনের স্পেকট্রাম বিভাগ থেকে বিজয় কি-বোর্ডের এপিকে ফাইলটি সংগ্রহ করে নিতেও নির্দেশনা দেওয়া হয়।

গুগল প্লে-স্টোরে থাকা বিজয় অ্যান্ড্রয়েড কি-বোর্ড অ্যাপ।
সব অ্যান্ড্রয়েড মোবাইলে বিজয় কি-বোর্ড ব্যবহারের নির্দেশ

চিঠির সূত্র ধরে গত সোমবার দৈনিক কালবেলার অনলাইনসহ দেশের বিভিন্ন গণমাধ্যমে সংবাদ প্রকাশিত হয়। মূলত এরপরই বিষয়টি ‘টক অব দ্য কান্ট্রি’তে পরিণত হয়।

বিটিআরসির এমন সিদ্ধান্ত সাধারণ স্মার্টফোন ব্যবহারকারীর মাঝে মিশ্র প্রতিক্রিয়া তৈরি করে। ফেসবুকসহ বিভিন্ন সামাজিক যোগাযোগমাধ্যমে নেটিজেনরা এ বিষয়ে তাদের ক্ষোভ প্রকাশ করতে থাকেন।

প্লে-স্টোরে দেওয়া ব্যবহারকারীদের রেটিং এবং রিভিউর নমুনা
প্লে-স্টোরে দেওয়া ব্যবহারকারীদের রেটিং এবং রিভিউর নমুনা

অন্যদিকে অ্যান্ড্রয়েডের প্লে-স্টোরে থাকা বিজয় অ্যান্ড্রয়েড কি-বোর্ড নামের অ্যাপটিতে নেতিবাচক রিভিউ এবং কম রেটিং দিতে দেখা যায় ব্যবহারকারীদের। এতে মাত্র এক দিনেরও কম সময়ের ব্যবধানে বিজয় অ্যান্ড্রয়েড কি-বোর্ডের গড় রেটিং ২.৯-এ নেমে এসেছে।

গত সোমবারের আগে প্লে-স্টোরে অ্যাপটির গড় রেটিং ছিল ৩.৬। এদিন প্লে-স্টোরে অন্তত ৯টি রিভিউ জমা পড়ে বিজয় অ্যান্ড্রয়েড কি-বোর্ড অ্যাপে, যার প্রতিটিই ছিল নেতিবাচক এবং রেটিং ছিল ওয়ান স্টার। ফলে মঙ্গলবার রাত পর্যন্ত প্লে-স্টোরে অ্যাপটির রেটিং কমে হয় ২.৯। একই দিন সন্ধ্যায়ও অ্যাপটির রেটিং ছিল ৩.৩।  

প্লে-স্টোরে এখন পর্যন্ত মোট ৬৩৭টি রিভিউ জমা পড়েছে বিজয় অ্যান্ড্রয়েড অ্যাপের। অ্যাপটির উদ্ভাবক বর্তমান সরকারের ডাক ও টেলিযোগাযোগমন্ত্রী মোস্তাফা জব্বার।

গুগলের প্লে-স্টোর এবং আইওএসের অ্যাপ স্টোরের মতো প্ল্যাটফর্মের জন্য অ্যাপের রিভিউ এবং রেটিং বেশ গুরুত্বপূর্ণ একটি বিষয়। রেটিং ও রিভিউ ভালো হলে ব্যবহারকারীদের মাঝে অ্যাপটির গ্রহণযোগ্যতা বাড়ে।

যেমন, প্লে-স্টোরে বিজয় অ্যান্ড্রয়েড অ্যাপের অন্যতম প্রতিদ্বন্দ্বী রিদমিক কিবোর্ডের রেটিং গড়ে ৪.৩, যেটি প্লে-স্টোর থেকে ৫০ মিলিয়নের বেশিবার ডাউনলোড করা হয়েছে। এর তুলনায় বিজয় কি-বোর্ড ডাউনলোড করা হয়েছে মাত্র ৫০ হাজার বার।

প্লে-স্টোর এবং অ্যাপ স্টোরে রেটিং কম হলে গুগল ও অ্যাপলের দ্বারা অ্যাপ সরিয়ে ফেলার নজিরও রয়েছে। প্লে-স্টোরে এখন পর্যন্ত মোট ৬৩৭টি রিভিউ জমা পড়েছে বিজয় অ্যান্ড্রয়েড অ্যাপের। অ্যাপটির উদ্ভাবক বর্তমান সরকারের ডাক ও টেলিযোগাযোগমন্ত্রী মোস্তাফা জব্বার।

এ সম্পর্কিত খবর

No stories found.
logo
kalbela.com