শাওন সোলায়মান
প্রকাশ : ১৮ জানুয়ারি ২০২৩, ১১:৫১ এএম
অনলাইন সংস্করণ

বিজয় কি-বোর্ড অ্যাপের রেটিং কমছেই

বিজয় কি-বোর্ড অ্যাপের রেটিং কমছেই

অ্যান্ড্রয়েড অপারেটিং সিস্টেমে পরিচালিত স্মার্টফোন বাজারে আসার আগেই বিজয় কি-বোর্ড বাধ্যতামূলক ইন্সটল রাখার নির্দেশনা দিয়েছে বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশন (বিটিআরসি)। নির্দেশনার বিষয়টি প্রকাশ্যে আসার পর থেকেই মিশ্র প্রতিক্রিয়া দেখা দিয়েছে সাধারণ ব্যবহারকারী এবং স্মার্টফোন খাত-সংশ্লিষ্ট ব্যক্তিদের মধ্যে।

এমন প্রেক্ষাপটে গুগল প্লে-স্টোরে অ্যাপটি সম্পর্কে নেতিবাচক রিভিউ দেওয়ার পাশাপাশি কম রেটিং পয়েন্ট দিচ্ছেন নেটিজেনরা। মাত্র এক দিনেরও কম সময়ের ব্যবধানে প্লে-স্টোরে অ্যাপটির রেটিং ৩.৬ থেকে কমে ২.৯-এ এসে ঠেকেছে।

বিজয় অ্যান্ড্রয়েড কি-বোর্ড এখন পর্যন্ত ডাউনলোড হয়েছে ৫০ হাজারের বেশি। সর্বাধিক ডাউনলোড হয়েছে রিদমিক কি-বোর্ড—৫০ মিলিয়নের বেশি।

গত ১৩ জানুয়ারি মোবাইল ফোনের স্থানীয় প্রস্তুতকারী এবং আমদানিকারকদের উদ্দেশে একটি চিঠি দেয় বিটিআরসি। সেই চিঠিতে অ্যান্ড্রয়েডভিত্তিক স্মার্টফোন বাজারজাতকরণের আগে তাতে বাংলা কি-বোর্ড হিসেবে বিজয় কি-বোর্ড আগে থেকেই ইন্সটল থাকার নির্দেশনা দেওয়া হয়।

চিঠি জারির তিন কার্যদিবসের মধ্যে সংশ্লিষ্টদের কমিশনের স্পেকট্রাম বিভাগ থেকে বিজয় কি-বোর্ডের এপিকে ফাইলটি সংগ্রহ করে নিতেও নির্দেশনা দেওয়া হয়।

গত ১৩ জানুয়ারি মোবাইল ফোনের স্থানীয় প্রস্তুতকারী এবং আমদানিকারকদের উদ্দেশে একটি চিঠি দেয় বিটিআরসি। সেই চিঠিতে অ্যান্ড্রয়েডভিত্তিক স্মার্টফোন বাজারজাতকরণের আগে তাতে বাংলা কি-বোর্ড হিসেবে বিজয় কি-বোর্ড আগে থেকেই ইন্সটল থাকার নির্দেশনা দেওয়া হয়।

চিঠি জারির তিন কার্যদিবসের মধ্যে সংশ্লিষ্টদের কমিশনের স্পেকট্রাম বিভাগ থেকে বিজয় কি-বোর্ডের এপিকে ফাইলটি সংগ্রহ করে নিতেও নির্দেশনা দেওয়া হয়।

অন্যদিকে অ্যান্ড্রয়েডের প্লে-স্টোরে থাকা বিজয় অ্যান্ড্রয়েড কি-বোর্ড নামের অ্যাপটিতে নেতিবাচক রিভিউ এবং কম রেটিং দিতে দেখা যায় ব্যবহারকারীদের। এতে মাত্র এক দিনেরও কম সময়ের ব্যবধানে বিজয় অ্যান্ড্রয়েড কি-বোর্ডের গড় রেটিং ২.৯-এ নেমে এসেছে।

গত সোমবারের আগে প্লে-স্টোরে অ্যাপটির গড় রেটিং ছিল ৩.৬। এদিন প্লে-স্টোরে অন্তত ৯টি রিভিউ জমা পড়ে বিজয় অ্যান্ড্রয়েড কি-বোর্ড অ্যাপে, যার প্রতিটিই ছিল নেতিবাচক এবং রেটিং ছিল ওয়ান স্টার। ফলে মঙ্গলবার রাত পর্যন্ত প্লে-স্টোরে অ্যাপটির রেটিং কমে হয় ২.৯। একই দিন সন্ধ্যায়ও অ্যাপটির রেটিং ছিল ৩.৩।

প্লে-স্টোরে এখন পর্যন্ত মোট ৬৩৭টি রিভিউ জমা পড়েছে বিজয় অ্যান্ড্রয়েড অ্যাপের। অ্যাপটির উদ্ভাবক বর্তমান সরকারের ডাক ও টেলিযোগাযোগমন্ত্রী মোস্তাফা জব্বার।

গুগলের প্লে-স্টোর এবং আইওএসের অ্যাপ স্টোরের মতো প্ল্যাটফর্মের জন্য অ্যাপের রিভিউ এবং রেটিং বেশ গুরুত্বপূর্ণ একটি বিষয়। রেটিং ও রিভিউ ভালো হলে ব্যবহারকারীদের মাঝে অ্যাপটির গ্রহণযোগ্যতা বাড়ে।

যেমন, প্লে-স্টোরে বিজয় অ্যান্ড্রয়েড অ্যাপের অন্যতম প্রতিদ্বন্দ্বী রিদমিক কিবোর্ডের রেটিং গড়ে ৪.৩, যেটি প্লে-স্টোর থেকে ৫০ মিলিয়নের বেশিবার ডাউনলোড করা হয়েছে। এর তুলনায় বিজয় কি-বোর্ড ডাউনলোড করা হয়েছে মাত্র ৫০ হাজার বার।

প্লে-স্টোর এবং অ্যাপ স্টোরে রেটিং কম হলে গুগল ও অ্যাপলের দ্বারা অ্যাপ সরিয়ে ফেলার নজিরও রয়েছে। প্লে-স্টোরে এখন পর্যন্ত মোট ৬৩৭টি রিভিউ জমা পড়েছে বিজয় অ্যান্ড্রয়েড অ্যাপের। অ্যাপটির উদ্ভাবক বর্তমান সরকারের ডাক ও টেলিযোগাযোগমন্ত্রী মোস্তাফা জব্বার।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

আরও ভয়ংকর যুদ্ধে মেতে উঠবে ইরান-ইসরায়েল?

বাংলাদেশে আশ্রয় নিল মিয়ানমার বিজিপির আরও ১৩ সদস্য

চলচ্চিত্র শিল্পী সমিতি নির্বাচন / পুরোটাই একটা নোংরামি মনে হচ্ছে: রুবেল

বিএনপির বিরুদ্ধে করা মামলা রাজনৈতিক নয় : প্রধানমন্ত্রী

জিতেও শেষ ক্লপের ইউরোপীয় অধ্যায়

ইসরায়েলের বিরোধিতা করায় গুগলের ২৮ কর্মী ছাঁটাই

ইরানে বিমান চলাচল স্বাভাবিক

ঢাকাসহ তিন বিভাগে ঝড়-শিলাবৃষ্টির আভাস

ব্রাহ্মণবাড়িয়ায় ট্রেনের ধাক্কায় রিকশার যাত্রী নিহত

এবার সিরিয়া ও ইরাকেও হামলা

১০

প্রমাণ করলেন কেন তাকে বলা হয় টাইব্রেকার স্পেশালিস্ট!

১১

কেন ইরানের ইস্ফাহান শহরকে টার্গেট করল ইসরায়েল?

১২

সড়ক দুর্ঘটনায় প্রাণ গেল কলেজছাত্রের

১৩

ইরানে বড় শহরগুলোতে বিমান চলাচল বন্ধ

১৪

হামলা চালাতে যাওয়া সব ইসরায়েলি ড্রোন গুঁড়িয়ে দিল ইরান

১৫

১২ কেজি গাঁজাসহ দুই মাদক কারবারি গ্রেপ্তার

১৬

অটোভ্যান ছিনতাই করে চালককে হত্যা, গ্রেপ্তার ৩

১৭

ইরানে হামলা শুরু করেছে ইসরায়েল

১৮

৩১ জেলায় আবহাওয়া নিয়ে দুঃসংবাদ

১৯

ছুটির দিনটি কেমন যাবে আপনার?

২০
*/ ?>
X