১০ শিশুকে পুরস্কৃত করল রবি

রবির ‘আগামীর বাংলাদেশ’-এ বিজয়ী শিশুদের একাংশ।
রবির ‘আগামীর বাংলাদেশ’-এ বিজয়ী শিশুদের একাংশ। ছবি : সংগৃহীত

সৃজনশীল ও উদ্ভাবনী পরিকল্পনার জন্য ১০ শিশুকে পুরস্কৃত করল মোবাইল অপারেটর প্রতিষ্ঠান রবি। ‘আগামীর বাংলাদেশ’ ক্যাম্পেইনের আওতায় দেশের ভবিষ্যৎ প্রজন্মের শিশুদের প্রদত্ত পরিকল্পনা থেকে বাছাই করে এই শিশুদের পুরস্কৃত করা হয়।

পুরস্কার হিসেবে আকর্ষণীয় পদক, সনদপত্র এবং ইলেকট্রনিক গ্যাজেটস তুলে দেওয়া হয় শিশুদের হাতে।

আজ বুধবার রাজধানীর গুলশানে রবির প্রধান কার্যালয়ে আনুষ্ঠানিকভাবে শিশুদের মধ্যে এ পুরস্কার প্রদান পর্ব আয়োজিত হয়।

২৫ বছর উদযাপন উপলক্ষে গত বছরের ১৬ ডিসেম্বর ‘আগামীর বাংলাদেশ’ ক্যাম্পেইন শুরু করে প্রতিষ্ঠানটি। এর আওতায় ভবিষ্যৎ উদ্ভাবন এবং ডিজিটালাইজেশনের ভিত্তিতে আগামী দিনের বাংলাদেশ নিয়ে পরিকল্পনা দেওয়ার সুযোগ পায় শিশু-কিশোররা।

রবির ‘আগামীর বাংলাদেশ’-এ বিজয়ী শিশুদের একাংশ।
গ্রাহক সেবা নিশ্চিত করাই প্রধান অগ্রাধিকার : রবি সিইও

রবি জানায়, দেশের বিভিন্ন প্রান্ত থেকে আসা এক হাজার ৩০০’র বেশি পরিকল্পনা থেকে সেরা ১০টি পরিকল্পনা নির্বাচন করা হয়। সেরা পরিকল্পনাগুলো নির্বাচনের ক্ষেত্রে উদ্ভাবনী ও প্রযুক্তিভিত্তিক চিন্তাধারা এবং দেশের সামাজিক বা দৈনন্দিন জীবনের বিভিন্ন সমস্যা সমাধানের চিন্তাধারাকে অগ্রাধিকার দেওয়া হয়েছে।

পরিকল্পনাগুলোর মধ্যে থেকে প্রথম স্থান অর্জন করেছে সামিহাত তাসপিয়া রুমাইসা। সামিহাতের পরিকল্পনা ছিল এমন একটি ডিভাইস তৈরি করা যা কি না- যা দুর্ঘটনা ঘটার সঙ্গে সঙ্গেই প্রয়োজনীয় তথ্য পৌঁছে দেবে নিকটস্থ স্বাস্থ্যকেন্দ্র এবং পুলিশ স্টেশনে। দ্বিতীয় স্থান অর্জন করেছে তানিম; যার পরিকল্পনা একটি রিচার্জেবল ইনোভেটিভ শ্রুতিলিখন কলম তৈরি করার। এই কলম দূর করবে তার মতো লেখালেখিতে অক্ষম শিশুদের সমস্যা।

অনুষ্ঠানে রবির চিফ কমার্শিয়াল অফিসার (সিসিও) শিহাব আহমাদ বলেন, ‘আজ যারা শিশু অথবা তরুণ তারাই আমাদের ডিজিটাল ভবিষ্যতের মূল চালিকা শক্তি। আমি দৃঢ়ভাবে বিশ্বাস করি, আমরা যদি আমাদের ভবিষ্যৎ প্রজন্মের জন্য আরও উপযুক্ত সুযোগের পথ প্রশস্ত করতে পারি, তাহলে তারা নিজেরাই এমন ভবিষ্যৎ তৈরি করবে যা তৈরির স্বপ্ন আমরা এখন দেখি। ভবিষ্যতে যারা এ দেশকে এগিয়ে নেবে তাদের উদ্ভাবনী ক্ষমতার বিকাশ এবং দক্ষতা উন্নয়নে রবি এ ধরনের উদ্যোগ অব্যাহত রাখবে।’

এ সম্পর্কিত খবর

No stories found.
logo
kalbela.com