পরীক্ষামূলকভাবে টিভি চ্যানেলের কনটেন্ট দেখাচ্ছে ইউটিউব

ইউটিউবের লোগো
ইউটিউবের লোগো

পরীক্ষামূলকভাবে বিভিন্ন টিভি চ্যানেলের কনটেন্ট দেখাতে শুরু করেছে যুক্তরাষ্ট্রভিত্তিক ভিডিও স্ট্রিমিং সাইট ইউটিউব। সম্পূর্ণ বিনামূল্যে এসব কনটেন্ট দেখতে পারবেন দর্শকরা। তবে কনটেন্টে বিজ্ঞাপন প্রচার করবে গুগল মালিকানাধীন ইউটিউব। এর মাধ্যমে আয় বাড়ানোর আরেকটি সম্ভাবনা দেখছে প্রতিষ্ঠানটি।

ওয়াল স্ট্রিট জার্নালের বরাতে প্রযুক্তিবিষয়ক পোর্টাল দ্য ভার্জ এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে।

ইউটিউবের এই সেবার মাধ্যমে দর্শকরা নিজেদের পছন্দমতো টিভির অনুষ্ঠান অনলাইনেই দেখতে পারবেন। প্লুটো টিভি, রকু’জ লাইভ এবং ভিজিও’র মতো ভিডিও স্ট্রিমিং প্ল্যাটফর্ম এই মডিউলে লাভজনক ব্যবসা করছে।

ইউটিউবের লোগো
ইউটিউব শর্টসে বড় সুযোগ

ভিজিও গ্রাহকদের থেকে বছরে ২৭ ডলার এবং রকু ৪৪ ডলার পর্যন্ত সাবসক্রিপশন ফি নিয়ে থাকে।

ইউটিউব পুরো বিষয়টি এখন পরীক্ষামূলকভাবে চালু করেছে। পরিচয় প্রকাশে অনিচ্ছুক ইউটিউবের এক কর্মকর্তা ওয়াল স্ট্রিট জার্নালকে বিষয়টি জানিয়েছেন। ওই কর্মকর্তা জানান, লায়ন্সগেট এবং এঅ্যান্ডইর মতো প্রতিষ্ঠানের সঙ্গে মিলে কাজ করছে ইউটিউব।

ইউটিউবের লোগো
‘গো লাইভ টুগেদার’ সুবিধা আনছে ইউটিউব

হিস্টোরি, এফওয়াইআই এবং লাইফটাইমের মতো টিভি চ্যানেলের মালিকানা প্রতিষ্ঠান হচ্ছে এঅ্যান্ডই।

এই মডিউলে কনটেন্ট প্রচার করেও আয় করতে পারবে ফ্রি চ্যানেলগুলো। যেসব চ্যানেল পে-চ্যানেল না হওয়ায় আয়ের জন্য শুধু বিজ্ঞাপনের ওপর নির্ভর করে থাকে। ইউটিউবের মাধ্যমে চ্যানেলগুলো নতুন আরেকটি খাত থেকে আয় করতে পারবে।

এ সম্পর্কিত খবর

No stories found.
logo
kalbela.com