
কিবো রোবট প্রোগ্রামিং প্রতিযোগিতার নিবন্ধন প্রক্রিয়া শুরু হয়েছে। এ প্রতিযোগিতার মূল আয়োজক এসটিএমএক্স-৩৬৫ এর অংশীদার হয়ে বাংলাদেশে এ আসরের আয়োজন করবে বাংলাদেশ ওপেন সোর্স নেটওয়ার্ক (বিডিওএসএন)। এ বছর বিশ্বব্যাপী এ প্রতিযোগিতার চতুর্থ আসর আয়োজিত হতে যাচ্ছে।
আজ মঙ্গলবার বিডিওএসএন এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানিয়েছে, কিবো রোবট প্রোগ্রামিং চ্যালেঞ্জ হলো এমন একটি শিক্ষামূলক প্রোগ্রাম যেখানে শিক্ষার্থীরা ইন্টারন্যাশনাল স্পেস স্টেশনে (আইএসএস) ফ্রি-ফ্লাইং রোবট প্রোগ্রামিং করে বিভিন্ন সমস্যার সমাধান করে থাকে। এসটিএমএক্স-৩৬৫ হলো একটি স্বেচ্ছাসেবী সংগঠন, যা উন্নয়নশীল দেশের ছাত্র-ছাত্রীদের জন্য বিশেষভাবে আন্তর্জাতিক স্পেস স্টেশনভিত্তিক শিক্ষা প্রদানে প্রতিষ্ঠিত হয়।
সংগঠনটির মেন্টরিংয়ের ফলে বাংলাদেশের শিক্ষার্থীরা ২০২১ সালে ‘জাজা কিবো এবিসি’ প্রোগ্রামে বিশ্বের অন্য ১২টি দেশের শিক্ষার্থীদের সঙ্গে প্রতিযোগিতা করে দ্বিতীয় স্থান অর্জন করে।
সংস্থাটি আরও জানায়, এ প্রোগ্রামে অংশ নিয়ে শিক্ষার্থীরা নতুন পদ্ধতিগুলো শিখতে পারে এবং বিজ্ঞান, প্রযুক্তি, প্রকৌশল এবং গণিত বিষয়ে তাদের দক্ষতা উন্নয়ন করতে পারে। এটা শিক্ষামূলক এবং পেশাজীবনের লক্ষ্য নির্ধারণে শিক্ষার্থীদের উৎসাহিত করে।
সম্প্রতি অনলাইন প্ল্যাটফর্মে যুক্তরাষ্ট্রের ম্যাসাচুসেটস ইনস্টিটিউট অব টেকনোলজির (এমআইটি) বিজ্ঞানী ও প্রকৌশলী ড. মিজানুর চৌধুরী একটি কর্মশালা পরিচালনা করেন। সেই কর্মশালায় এ প্রতিযোগিতার নিয়ম-কানুন, উদ্দেশ্য এবং মেন্টরদের করণীয় নিয়ে আলোচনা করা হয়।
সংবাদ বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়, আগামী ১ এপ্রিলের মধ্যে https://tinyurl.com/KRPC4RE লিঙ্কে গিয়ে দল নিবন্ধন করতে হবে। প্রিলিমিনারি রাউন্ডের জন্য অংশগ্রহণকারীদের আগামী ২৫ জুনের মধ্যে নির্ধারিত ওয়েবসাইটে গিয়ে প্রোগ্রাম জমা দিতে হবে। বাছাইকৃতদের নিয়ে আগামী ২৬ জুন থেকে ৯ জুলাই পর্যন্ত প্রিলিমিনারি রাউন্ড অনুষ্ঠিত হবে। এ প্রতিযোগিতার ফাইনাল রাউন্ড আয়োজিত হবে অক্টোবর মাসে।
এ বছর জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি জাদুঘরের সঙ্গে যৌথভাবে এ প্রতিযোগিতার আয়োজন করছে এসটিইএমএক্স-৩৬৫ এবং জাপান অ্যারোস্পেস এক্সপ্লোরেশন এজেন্সির (জাজা) পার্টনার হিসেবে থাকছে বাংলাদেশ ওপেন সোর্স নেটওয়ার্ক।