
স্মার্টফোন মানুষের কাজ সহজ করে ফেলেছে। যার কারণে বর্তমানে সবার হাতে হাতে স্মার্টফোন। কিন্তু অনেক স্মার্টফোনে কম ক্ষমতার ব্যাটারি দেওয়া হয়। এতে খুব অল্প সময়েই চার্জ শেষ হয়ে যায়। যার ফলে একাধিকবার চার্জ দিতে হয়। তবে চার্জ দিতে গিয়ে কত বিদ্যুৎ খরচ হয়, তা কী জানেন?
লরেন্স বার্কলে ল্যাবের পক্ষ থেকে একটি প্রতিবেদন প্রকাশ করা হয়। সেখানে দেখা গেছে যদি ৩ থেকে ৭ ওয়াটের মধ্যে কোনো চার্জিং অ্যাডপ্টার ব্যবহার করা হয় সেক্ষেত্রে ২ ঘণ্টা চার্জ দিলে খরচ হয় .০০৬ থেকে .০১৪ ইউনিট বিদ্যুৎ।
এখান থেকে বোঝা যায় প্রতিদিন ২ ঘণ্টা করে ফোন চার্জ কার হলে সারা বছরে মোট ২ থেকে ৫ ইউনিট বিদ্যুৎ খরচ হবে। অর্থাৎ যদি ৭ টাকা করে প্রতি ইউনিটের দাম হয় তাহলে ফোন চার্জের জন্য প্রতি বছর খরচ ১৪ টাকা থেকে ৩৫ টাকা।