
সূর্যগ্রহণ মহাজগতের একটি বর্ণিল আকর্ষণীয় ঘটনা। এ কারণে এই গ্রহণ দেখতে মানুষের অনেক কৌতুহল। সূর্যগ্রহণকে কেন্দ্র করে গড়ে উঠেছে নানাধরনের পর্যটন আকর্ষণ। এ বছর দুটি সূর্য গ্রহণ দেখবে বিশ্ব। সর্বশেষ ২০২২ সালের এপ্রিলের ২০ তারিখে সূর্য গ্রহণ দেখা গিয়েছিল। আগামী ২৫ অক্টোবর দেখা যাবে এ বছরের শেষ সূর্য গ্রহণ।
জানা গেছে, পৃথিবীকে কেন্দ্র করে চাঁদ পরিভ্রমণের সময় একপর্যায়ে পৃথিবী ও সূর্যের মাঝে অবস্থান করে। এসময় চাঁদ ছায়া দিয়ে পৃথিবীকে ঢেকে ফেলে। সেই সঙ্গে তারা থেকে আলোর বিচ্ছুরণ বাধাগ্রস্ত হয় এবং সূর্যের গ্রহণ ঘটে। সূর্যকে ঢেকে ফেলার উপর নির্ভর করে সাধারণত তিন ধরনের সূর্যগ্রহণ দেখা যায়।
জ্যোতির্বিজ্ঞানীদের মতে, সূর্যগ্রহণ সর্বোচ্চ ৭ মিনিট ৩২ সেকেন্ড পর্যন্ত স্থায়ী হতে পারে। প্রতি প্রায় ১৮ মাস পর পর সূর্যগ্রহণ দেখা যায়। তবে সূর্যের পূর্ণগ্রাস গ্রহণ খুবই বিরল ঘটনা।