
ইনফিনিক্সের নতুন স্মার্টফোন ‘ইনফিনিক্স স্মার্ট ৬ প্লাস’ শুক্রবার (২৯ জুলাই) লঞ্চ হতে চলেছে । তবে এটি বাংলাদেশে নয়, ভারতে লঞ্চ হতে যাচ্ছে। দেশে এই ফোন পেতে অপেক্ষা করতে হবে আরও কিছুদিন।
কী থাকছে এই ফোনে
প্রযুক্তি বিষয়ক ওয়েবসাইট গ্যাজেটনাওয়ের প্রতিবেদনে বলা হয়েছে, ফোনটির ডিসপ্লে হবে ৬.৮২ ইঞ্চির। তার উপরে ওয়াটার ড্রপ স্টাইলের একটি নচ ডিজাইন থাকতে পারে।
এতে ৩ জিবি এলপিডিডিআর৪এক্স র্যাব এবং ৬৪ জিবি অভ্যন্তরীন স্টোরেজ থাকবে। ফোনটিতে ৩জিবি ভার্চুয়াল র্যাম ফিচার থাকবে।
ফোনটির ব্যাটারি বেশ ভালো। ৫ হাজার এমএএইচ ব্যাটারি থাকার সম্ভাবনা রয়েছে। এর সঙ্গে থাকবে ১০ ওয়াটের চার্জার।
এই ফোনে একটি ডুয়াল রেয়ার ক্যামেরা সেন্সর থাকতে পারে। সেখানে একটি এলইডি ফ্ল্যাশও থাকতে পারে। তবে কত মেগাপিক্সেলের কোন সেন্সর থাকতে পারে, তা বলা হয়নি।
দাম
ভারতে ফোনটির সম্ভাব্য দাম ১২ হাজার ৯৯৯ রূপি।